Sunday, August 24, 2025

যতদিন যাচ্ছে ততই গরম বাড়ছে। চলতি বছরে সবথেকে বেশি ঘর্মাক্ত হতে হয়েছে। আর এবার প্রকাশিত হল অফিসিয়াল রিপোর্ট (Official Report)। ১৮৮০ সাল থেকে যে রেকর্ড সংগ্রহে রয়েছে তার ভিত্তিতে এই বছরের জুলাই মাসকেই ১০০ বছরের মধ্যে উষ্ণতম মাস বলছে NASA। গডার্ড ইনস্টিটিউট অফ স্পেস স্টাডিজ (Goddard Institute of Space Studies) জানাচ্ছে জুলাই মাসে অন্যান্য বছরের থেকে ০.২৪ ডিগ্রি বেশি গরম ছিল। এই হিসেব কোনও নির্দিষ্ট দেশের ভিত্তিতে নয়, বরং সারা পৃথিবীর তাপমাত্রার গড় হিসেবের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ১৯৫১ সাল থেকে ১৯৮০ সালের মধ্যে সারা বিশ্বে জুলাই মাসে যে গড় তাপমাত্রা ছিল তার থেকে এই বছরের জুলাইয়ের তাপমাত্রা ১.১৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

নাসার (NASA) অধীনস্থ এই GISS-এর বিশ্লেষকরা কয়েক শতক এবং শতাব্দীর দীর্ঘমেয়াদী তাপমাত্রার পরিবর্তনের বিশ্লেষণ করার পর এই তথ্য তুলে ধরেছেন। বিশ্ব উষ্ণায়ন যে কতটা মারাত্মক হতে পারে সেটা এই পরিসংখ্যানে স্পষ্ট । আমেরিকা সরকারের জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন যে যদিও বছরটা শেষ হতে এখনও কিছু মাস বাকি কিন্তু ডেটা বিশ্লেষণের পরে বলাই যায় যে, ২০২৩ সবচেয়ে উষ্ণ বছর হতে চলেছে। এমনকি আগামী বছর আরও বেশি গরম পড়ার আশঙ্কা থাকছে। GISS-এর কর্মকর্তা গ্যালভিন (Gavin Schmidt) জানিয়েছেন, এ বছরের জুলাই মাস শুধুমাত্র আগের যে কোনও জুলাইয়ের চেয়ে উষ্ণ ছিল তাই নয়, ১৮৮০ সাল থেকে যে রেকর্ড সংগ্রহে রয়েছে,তার ভিত্তিতে তখন থেকে এখন পর্যন্ত এই জুলাই রেকর্ডে সবচেয়ে উষ্ণ মাস। বিশ্বজুড়ে এই উষ্ণায়ন নিঃসন্দেহে উদ্বেগজনক । তিনি আরও বলেন যে, প্রশান্ত মহাসাগরে এল নিনোর উপস্থিতি আগামী বছর তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version