Thursday, August 21, 2025

বাংলাদেশে(Bangladesh) ফের জেহাদের শিকড়। মিলল নতুন জঙ্গি আস্তানার খোঁজ। বাংলাদেশের পাহাড়ঘেরা চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি থেকে সরে গিয়ে এবার মৌলভিবাজার জেলার পাহাড়ি এলাকাগুলিতে ডেরা বানিয়েছে জেহাদিরা। বিষয়টি প্রকাশ্যে আসার পর উদ্বিগ্ন সরকার(Government)। গত সোমবার কুলাউড়া উপজেলায় গ্রেফতার(Arrest) করা হয়েছে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জঙ্গিকে।

কুলাউড়ার কালাপাহাড়ে ‘ইমাম মাহমুদের কাফেলার সদস্যদের’ নতুন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার স্থানীয়দের হাতে আটক হয় ১৭ জঙ্গি। তাদের মধ্যে থেকে একজনকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। আস্তানা থেকে অস্ত্র-সহ গুলি উদ্ধার করা হয়। এছাড়া, আটক করা জঙ্গিদের ব্যাগ তল্লাশি করে নগদ দু লক্ষ টাকা ও ৯৫টি ডেটনেটর উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা মৌলভিবাজারের কুলাউড়ায় জঙ্গি ডেরায় অভিযান চালিয়ে যুবতী-সহ ১৩ জনকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ধৃতদের মধ্যে ৬ যুবতী, ৪ পুরুষ ও ৩ শিশু ছিল। ধৃতরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে একটি নতুন জঙ্গি সংগঠন গড়ে তুলেছিল। তবে এই অভিযানে জঙ্গি সংগঠনকে অঙ্কুরেই নস্যাৎ করা হয়েছে বলে জানায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

পুলিশের কাছে তথ্য ছিল ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানায় নতুন একটি জঙ্গি সংগঠন গড়ে তোলা হচ্ছে। ধৃতদের কাছ থেকে ৩ লক্ষ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার, ৫০টি ডেটোনেটর, আড়াই কেজি বিস্ফোরক, প্রশিক্ষণ সামগ্রী ও বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়। এই অপারেশনের নাম ছিল- ‘অপারেশন অফ হিলসাইট।’ যে বাড়িতে অভিযান চালানো হয় ওই বাড়ির বাসিন্দা নয় ধৃতরা। কয়েক দিন থেকে ধৃতরা সেখানে বসতি গেড়েছিল। এলাকার কারও সঙ্গে খুব একটা মিশত না ধৃতরা। চলাচল ছিল সন্দেহজনক। নতুন এই উগ্রপন্থী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version