Thursday, August 28, 2025

প্রবীণদের ‘কনসেশন’ নিয়ে মুখ বন্ধ, ঘুরিয়ে নাক দেখাবার চেষ্টা রেলমন্ত্রীর

Date:

রেলে প্রবীণ নাগরিকদের টিকিটের ছাড় (Discount on tickets for senior citizens) দেওয়া নিয়ে ক্রমাগত জোরালো সওয়াল উঠছে। কিন্তু নিজেদের অবস্থান থেকে এতটুকু সরতে রাজি নয় ভারতীয় রেল (Indian Railways)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও কার্যত নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Aswini Vaishnav)। সরাসরি কিছু না জানালেও রেলমন্ত্রী (Railway Minister)বুঝিয়ে দিয়েছেন, ক.রোনা ভাইরাস মহামারীর সময় যে ছাড় তুলে নেওয়া হয়েছিল, তা এখনই ফেরানো হচ্ছে না। উল্টে সাফাই হিসেবে যাত্রীপিছু ৫৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

রেল নিয়ে এমনিতেই সাধারণ মানুষের মনে ক্ষোভ বাড়ছে। একের পর এক রেল দুর্ঘটনা প্রমাণ করে দিয়েছে যে যাত্রীদের নিরাপত্তা নিয়ে এতটুকু সচেতন নয় কর্তৃপক্ষ। তার উপর আবার প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে কবে ছাড় বা ‘কনসেনশন’ তুলে দেয়ায় বীতশ্রদ্ধ সাধারণ মানুষ। ২০২২ সালের ১ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ট্রেনের টিকিটে ছাড় পাননি দেশের প্রায় আট কোটি প্রবীণ নাগরিক। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বুধবার মন্ত্রিসভার বৈঠকে রেলমন্ত্রী জানান ভারতীয় রেলে যে ছাড় দেয়া হয় তার অধিকাংশটাই প্রবীণ নাগরিকদের জন্য চলে যেত। ফলে নাকি রেলের উন্নতির কোন কাজ করাই সম্ভব হচ্ছিল না। পাল্টা যুক্তি হিসেবে তিনি জানান যে বর্তমানে সব যাত্রীই ৫৫ শতাংশ ছাড় পান। অর্থাৎ কোন টিকিটের দাম ১০০ টাকা হলে সেটা রেলের তরফে ৪৫ টাকা নেওয়া হয় বলে বিভ্রান্তিকর মন্তব্য করেন তিনি।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version