Saturday, November 15, 2025

দিকে দিকে জেলা পরিষদ গঠন তৃণমূলের, পূর্ব মেদিনীপুরে ধুয়ে-মুছে সাফ গেরুয়া

Date:

বাংলাজুড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পরিষদের বোর্ড গঠন সম্পন্ন হল। বুধবার ৯টি জেলা পরিষদের সভাধিপতি ও সভাধিপতিরা দায়িত্ব বুঝে সহ- নিলেন। সব জায়গায় উচ্ছ্বাস-উদ্দীপনার ছবি ধরা পড়েছে। সবুজ আবির খেলায় মাতেন তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকরা।

পূর্ব মেদিনীপুরে (East Mednipur) ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি (BJP)। এখানে দীর্ঘদিনের পুরনো মুখ খেজুরির উত্তম বারিকের উপর ফের সভাধিপতির দায়িত্ব দিয়েছে তৃণমূল। সহ-সভাধিপতি হয়েছেন নন্দীগ্রামের সুহাসিনী কর। জেলা জুড়ে উচ্ছ্বাসে, আহ্লাদে ফেটে পড়ছেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। আগামী লোকসভা নির্বাচনেও পূর্ব মেদিনীপুরে জোড়াফুল ছাড়া আর অন্য কোনও ফুলের ঠাঁই হবে না। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে বুঝিয়ে দিয়েছে জেলা।

শুধু পূর্ব নয়, পশ্চিম মেদিনীপুর (West Mednipu) জেলাতেও তৃণমূলের জয়জয়কার। এবার জেলা পরিষদের বেশিরভাগ জায়গায় মহিলাদের সামনের সারিতে রেখেছেন তৃণমূল। অনেক নতুন মুখ এবার সভাধিপতির আসনে। জেলার রাজনীতিতে সামনের সারিতে নতুন মুখ এনে একদিকে যেমন সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চেয়েছেন। আবার একইসঙ্গে দলের অন্দরে এই বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে, সঠিকভাবে কাজ করলে দল তার যোগ্য কর্মীকে খুঁজে নেবে। এখন থেকে উন্নয়নই একমাত্র পাখির চোখ। সারা বছর মানুষের পাশে থেকে তাঁদের চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন বোর্ড জেলায় জেলায় বুঝিয়ে দেবে শুধু প্রতিশ্রুতি নয়, তৃণমূল কংগ্রেস কাজও করে। কথা দিয়ে কথা রাখে।

আরও পড়ুন- ভোটে হেরেই বাংলাকে ভাতে মারার চেষ্টা! একশো দিনের কাজে কেন্দ্রের আসল স্বরূপ প্রকাশ্যে আনল তৃণমূল  

 

 

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version