ভোট ফর INDIA: ভারতজুড়ে প্রচারাভিযান কর্মসূচির ঘোষণা মুকুল বৈরাগ্যর

সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ৩৮টি সামাজিক গণ সংগঠন শুরু করল ভোট ফর INDIA অরাজনৈতিক ক্যাম্পিং। বৃহস্পতিবার, কলকাতা প্রেস ক্লাবে এই সংগঠনগুলির নেতৃত্বের উপস্থিতিতে সারা ভারতজুড়ে এই প্রচারাভিযান কর্মসূচি ঘোষণা করেন নমঃশূদ্র কল্যাণ পরিষদের সভাপতি তথা নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য (Mukul Boiragya)।

মুকুল বৈরাগ্য বলেন, এই ৩৮টি সামাজিক সংগঠন বিশেষভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে একমত যে, নবগঠিত ইন্ডিয়া জোটের মধ্যে যে থাকা রাজনৈতিক দলগুলি যে যে রাজ্যে ক্ষমতাসীন রয়েছে সেখানে কোনও অশান্তি নেই। মণিপুরের মতো আগুন জ্বলেনি। সরকারি পরিষেবায় জনগণ অত্যন্ত খুশি। এই সব রাজ্যে মানুষের জন্য সরকার গঠিত হয়েছে। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতে খুন, ধর্ষণ সাম্প্রদায়িক দাঙ্গা-সহ নানাবিধ অশান্তি লেগেই রয়েছে। ভারতবাসী অশান্তি চায় না। শান্তিতে বাঁচতে চায়। এই কারণেই ভোট ফর INDIA ক্যাম্পেনিং শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন:হদিশ মিলল হলুদ ট্যাক্সির ! ‘মাথায় গামছা মোড়া অবস্থায়’ যাদবপুরের পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যান চালক

 

 

 

Previous articleহদিশ মিলল হলুদ ট্যাক্সির ! ‘মাথায় গামছা মোড়া অবস্থায়’ যাদবপুরের পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যান চালক
Next articleশ্রাবণ সন্ধ্যায় সাঙ্গীতিক উপস্থাপনা ‘বরষা মেশে কৃষ্ণ বেশে’! কথায়-কবিতায় অন্যরূপে সত্যম রায় চৌধুরী