Wednesday, August 27, 2025

কুস্তি সংস্থার নির্বাচনে না থেকেও রয়েছেন ব্রিজভূষণ! অসন্তুষ্ট বজরং-রা

Date:

আপাতত স্থগিত কুস্তি সংস্থার নির্বাচন। এই নির্বাচনে লড়তে পারবেন না বিদায়ী ব্রিজভূষণ শরণ সিং বা তাঁর পরিবারের কেউ, একথা আগেই নিশ্চিত করেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তবে সূত্রের খবর, নির্বাচনে পুরোপুরি এরানো যাচ্ছে না ব্রিজভূষণের প্রভাব। জানা যাচ্ছে, সভাপতি পদে যাঁরা লড়ছেন একজন যিনি ব্রিজভূষণের ঘনিষ্ঠ। এছাড়াও বিভিন্ন পদে লড়ছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠেরাই। আর এই ঘটনা ভালভাবে নিতে পারছেন না প্রতিবাদী কুস্তিগিরেরা। আর এই নিয়ে মুখ খুললেন আন্দোলনরত কুস্তিগির বজরং পুনিয়া। তাঁদের মতে, ব্রিজভূষণের ঘনিষ্ঠেরা যদি নির্বাচনে লড়েন তাহলে কোনও দিন কুস্তিসংস্থা দুর্নীতিমুক্ত করা যাবে না এবং মহিলা কুস্তিগিরেরা নিজেদের নিরাপদ মনে করবেন না।

এই নিয়ে বজরং পুনিয়া বলেন,” ব্রিজভূষণের ঘনিষ্ঠেরা নির্বাচনে লড়ছেন। সঞ্জয় কুমার সিং সভাপতি পদে লড়ছেন। উনি জিতলে কার্যত ব্রিজভূষণেরই জয় হবে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্রিজভূষণ বা ওঁর পরিবারের কেউ নির্বাচনে লড়বেন না। কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। সরকারকে নিজেদের প্রতিশ্রুতি রাখতে হবে। না হলে মহিলা কুস্তিগিরেরা নিরাপদ থাকবেন না। কত দিন এ ভাবে ভয় পেয়ে জীবন কাটাবেন।”

বজরং আরও বলেন,” যদি কুস্তিসংস্থায় ব্রিজভূষণের সঙ্গে জড়িত কেউ না থাকেন, তাহলেই কেবল নির্যাতিত মহিলা কুস্তিগিরেরা সাহস পাবেন কথা বলার। কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন সেটা বলতে পারবেন। ব্রিজভূষণ খুবই ক্ষমতাশালী, উপর মহলের সঙ্গে যোগাযোগ রয়েছে। এটাই আমরা বদলাতে চাই।”

এই মুহূর্তে যৌন নির্যাতনের বিরুদ্ধে দিল্লির আদালতে বিচার চলছে ব্রিজভূষণের বিরুদ্ধে। এখন জামিনে রয়েছেন তিনি। আর কুস্তি সংস্থার নির্বাচনও আপাতত স্থগিত।

আরও পড়ুন:দলের প্রধান সমস‍্যার সমাধান বলে দিলেন শাস্ত্রী, বললেন, চারে খেলানো হোক কোহলিকে

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version