যাদবপুরে রাতভর ঘেরাও ডিন অফ স্টুডেন্টস, পদত্যাগের দাবি পড়ুয়াদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ডিন অফ স্টুডেন্টস রজত রায়কেই দায়ী করল ছাত্রসংগঠন। বুধবার বিকেল ৩টে থেকে পড়ুয়ারা ঘেরাও করেছেন ডিন অফ স্টুডেন্টসকে।  প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় রাতভর ঘেরাও রয়েছেন তিনি। বৃহস্পতিবারও উত্তপ্ত রয়েছে অরবিন্দ ভবন চত্বর। ছাত্র আন্দোলন থেকে ডিন অফ স্টুডেন্টসের পদত্যাগের দাবি তুলেছেন পড়ুয়াদের একাংশ।

গতকাল বুধবার তলব পেয়েও লালবাজারে গরহাজির ছিলেন ডিন অফ স্টুডেন্টস। আজ তাঁকে আবারও নোটিশ পাঠানো হতে পারে বলে খবর। এদিকে যাদবপুরের ঘটনায় ডিন অফ স্টুডেন্টসের থেকে নথিপত্র চেয়েছে পুলিশ। ডিন অফ স্টুডেন্টসকে আবারও তলব করা হবে বলে জানা যাচ্ছে।

পড়ুয়াদের একাংশের অভিযোগ, বহুদি ধরে র‍্যাগিং চলছে কিন্তু কেন এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সেই দাবিতেই এখনও ঘেরাও করে রাখা হয়েছে ডিন অফ স্টুডেন্টসকে।