Wednesday, May 7, 2025

অভিষেকের আইনজীবীর প্রশ্নের জবাব নেই ইডি-র কাছে, কেন্দ্রীয় সংস্থার ভূমিকায় ক্ষু.ব্ধ বিচারপতিও

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর প্রশ্নের জবাব নেই ইডির কাছে। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthakar Ghosh) বেঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামলার শুনানি ছিল। সেখানেই অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভির (Abhishek Manu Singvi) প্রশ্নের জবাবে কোনও তথ্য প্রমাণ দিতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, কীসের ভিত্তিতে আদালতের কাছে আবেদন করা হয়েছে! অভিষেক কোনও কিছুতে অভিযুক্ত নন। তাঁর বিরুদ্ধে কোনও সমন নেই! তার উত্তরেও একবারেই সন্দেহের কথা বলেন ED আধিকারিকরা। কিন্তু কোনও তথ্য প্রমাণ দিতে পারেননি।

এদিন আদালতে নিয়োগ সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ করে, সুজয় ভদ্রের গ্রেফতারির পর জানা গিয়েছে, তিনি অভিষেকের ঘনিষ্ঠ ছিলেন। সেই কারণ দেখিয়ে কাউকে সন্দেহের বাইরে রাখতে চাইছে না তারা। এর উত্তরে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে দুটি সিঙ্গল বেঞ্চের রায় থেকেই তা স্পষ্ট। আর শিক্ষা সংক্রান্ত তদন্ত মামলা কোনও দাঙ্গার ঘটনা নয়, যে যাঁকে যখন খুশি প্রমাণ ছাড়াই গ্রেফতার করা যাবে। এরপরেই তীব্র কটাক্ষ করে তিনি বলেন, যখনই তাঁর মক্কেলের বিদেশ যাত্রার সময় হয়, তখনই তৎপরতা শুরু করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর পরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, অভিষেক কোনও কিছুতে অভিযুক্ত নন। তাঁর বিরুদ্ধে কোনও সমন নেই। তাহলে কীসের ভিত্তিতে আদালতের কাছে আবেদন করা হয়েছে- তা জানতে চান বিচারপতি। কোনও প্রশ্নের জবাব ছিল না ইডি-র কাছে। আগামী সোমবার এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে।

 

Related articles

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...
Exit mobile version