Wednesday, November 5, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রমৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য। এরইমধ্যে ঘোলা জলে মাছ ধরতে ময়দানে ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui)। এদিন নওশাদ প্রশ্ন তোলেন, মেধাসম্পন্ন ছাত্রদের দুষ্কৃতী কার্যকলাপে কারা উস্কানি দিচ্ছে তার তদন্ত হওয়া প্রয়োজন। এমনটাই মনে করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার সকালে নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) মৃত ছাত্রের মামাবাড়িতে যান আইএসএফ বিধায়ক। সেখানে গিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন নওশাদ।

এদিন নওশাদ আরও বলেন, যে মারা গিয়েছে এবং যারা এই ঘটনায় জড়িত সবাই মেধাসম্পন্ন। এই প্রতিভাবানদের কারা দুষ্কৃতী কার্যকলাপের দিকে ঠেলে দিচ্ছে অবিলম্বে তার তদন্তের প্রয়োজন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মেধাসম্পন্ন ছাত্রদের ব্রেনওয়াশ কারা করছে তারও সঠিক তদন্ত হওয়া উচিত। তাঁর আরও অভিযোগ মফস্বলের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলে। সেখানে রাজনৈতিক রং দেখা হয়। তারও নির্মূল হওয়া প্রয়োজন। তবে নওশাদের এমন মন্তব্য শুনে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের কথায় জোর করে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করতে শুরু করেছে আইএসএফ। জোর করে অশান্তি পাকানোর চেষ্টা করছেন নওশাদ। সেকারণে নদিয়ায় যাচ্ছেন আইএসএফ বিধায়ক।

গত ৯ আগস্ট রাতে প্রাণ হারায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রথম বর্ষের পড়ুয়া। নিহত ওই পড়ুয়া নদিয়ার বগুলার বাসিন্দা। ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্রমশ জোরাল হচ্ছে ব়্যাগিংয়ের তত্ত্ব। এই ঘটনায় এখনও চার প্রাক্তনী ও পাঁচজন বর্তমান পড়ুয়া-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।

 

 

 

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version