Sunday, August 24, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রমৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য। এরইমধ্যে ঘোলা জলে মাছ ধরতে ময়দানে ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui)। এদিন নওশাদ প্রশ্ন তোলেন, মেধাসম্পন্ন ছাত্রদের দুষ্কৃতী কার্যকলাপে কারা উস্কানি দিচ্ছে তার তদন্ত হওয়া প্রয়োজন। এমনটাই মনে করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার সকালে নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) মৃত ছাত্রের মামাবাড়িতে যান আইএসএফ বিধায়ক। সেখানে গিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন নওশাদ।

এদিন নওশাদ আরও বলেন, যে মারা গিয়েছে এবং যারা এই ঘটনায় জড়িত সবাই মেধাসম্পন্ন। এই প্রতিভাবানদের কারা দুষ্কৃতী কার্যকলাপের দিকে ঠেলে দিচ্ছে অবিলম্বে তার তদন্তের প্রয়োজন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মেধাসম্পন্ন ছাত্রদের ব্রেনওয়াশ কারা করছে তারও সঠিক তদন্ত হওয়া উচিত। তাঁর আরও অভিযোগ মফস্বলের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলে। সেখানে রাজনৈতিক রং দেখা হয়। তারও নির্মূল হওয়া প্রয়োজন। তবে নওশাদের এমন মন্তব্য শুনে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের কথায় জোর করে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করতে শুরু করেছে আইএসএফ। জোর করে অশান্তি পাকানোর চেষ্টা করছেন নওশাদ। সেকারণে নদিয়ায় যাচ্ছেন আইএসএফ বিধায়ক।

গত ৯ আগস্ট রাতে প্রাণ হারায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রথম বর্ষের পড়ুয়া। নিহত ওই পড়ুয়া নদিয়ার বগুলার বাসিন্দা। ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্রমশ জোরাল হচ্ছে ব়্যাগিংয়ের তত্ত্ব। এই ঘটনায় এখনও চার প্রাক্তনী ও পাঁচজন বর্তমান পড়ুয়া-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।

 

 

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version