Sunday, May 4, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রমৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য। এরইমধ্যে ঘোলা জলে মাছ ধরতে ময়দানে ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui)। এদিন নওশাদ প্রশ্ন তোলেন, মেধাসম্পন্ন ছাত্রদের দুষ্কৃতী কার্যকলাপে কারা উস্কানি দিচ্ছে তার তদন্ত হওয়া প্রয়োজন। এমনটাই মনে করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার সকালে নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) মৃত ছাত্রের মামাবাড়িতে যান আইএসএফ বিধায়ক। সেখানে গিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন নওশাদ।

এদিন নওশাদ আরও বলেন, যে মারা গিয়েছে এবং যারা এই ঘটনায় জড়িত সবাই মেধাসম্পন্ন। এই প্রতিভাবানদের কারা দুষ্কৃতী কার্যকলাপের দিকে ঠেলে দিচ্ছে অবিলম্বে তার তদন্তের প্রয়োজন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মেধাসম্পন্ন ছাত্রদের ব্রেনওয়াশ কারা করছে তারও সঠিক তদন্ত হওয়া উচিত। তাঁর আরও অভিযোগ মফস্বলের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলে। সেখানে রাজনৈতিক রং দেখা হয়। তারও নির্মূল হওয়া প্রয়োজন। তবে নওশাদের এমন মন্তব্য শুনে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের কথায় জোর করে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করতে শুরু করেছে আইএসএফ। জোর করে অশান্তি পাকানোর চেষ্টা করছেন নওশাদ। সেকারণে নদিয়ায় যাচ্ছেন আইএসএফ বিধায়ক।

গত ৯ আগস্ট রাতে প্রাণ হারায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রথম বর্ষের পড়ুয়া। নিহত ওই পড়ুয়া নদিয়ার বগুলার বাসিন্দা। ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্রমশ জোরাল হচ্ছে ব়্যাগিংয়ের তত্ত্ব। এই ঘটনায় এখনও চার প্রাক্তনী ও পাঁচজন বর্তমান পড়ুয়া-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version