Wednesday, August 27, 2025

হদিশ মিলল হলুদ ট্যাক্সির ! ‘মাথায় গামছা মোড়া অবস্থায়’ যাদবপুরের পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যান চালক

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে আরও একধাপ এগিয়ে গেল পুলিশ (Police)। গত ৯ আগস্ট রাতে যে হলুদ ট্যাক্সি করে যাদবপুরের পড়ুয়াকে (Jadavpur University student) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এবার তার হদিশ মিলল। তদন্ত শুরুর প্রায় এক সপ্তাহের মাথায় হলুদ ট্যাক্সির চালককে (Yellow Taxi Driver) জিজ্ঞাসাবাদ। ঘটনার রাতে ঠিক কী হয়েছিল পুলিশকে জানালেন ট্যাক্সি চালক।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেপিসি হাসপাতাল (KPC Medical College and Hospital) পর্যন্ত রাস্তায় যত সিসি ক্যামেরা ছিল এবং তার পাশাপাশি হাসপাতালের মেন গেটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরই ট্যাক্সি চিহ্নিত করা হয়। গাড়ির নম্বর WB 04F 1256, চালকের নাম তুলসী যাদব (Tulsi Yadav)। বৃহস্পতিবার তাঁকেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। থানা থেকে বেরিয়ে তুলসী জানান, পুলিশের সব প্রশ্নের উত্তরই তিনি দিয়েছেন। তাঁর কথায়, সেদিন রাতের বেলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে ট্যাক্সি নিয়ে যাওয়ার সময় আচমকা কয়েকজন এসে গাড়ি দাঁড় করান। এমার্জেন্সি আছে বলে তাঁরা গাড়িতে উঠে বসেন। এরপরই যাদবপুর মেন হোস্টেলে পৌঁছে যাবার পর তুলসী দেখেন, একজনকে মাথায় গামছা মোড়া অবস্থায় গাড়ির পিছনের সিটে তোলা হয়। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল। সেখান থেকে কেপিসি হাসপাতালে যাওয়ার নির্দেশ দেয়া হয়। ট্যাক্সি চালক বলছেন, সামনের দিকে দুজন এবং পিছনে আহত ছেলেটিকে নিয়ে দুজন বসেছিলেন।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version