Tuesday, November 4, 2025

কেরলে বন্দে ভারত এক্সপ্রেসের লক্ষ্য করে ফের ছোড়া হল ঢিল, ভাঙল বাতানুকুল কামরার জানলার কাচ

Date:

মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পর থেকেই একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই সেমি-হাইস্পিড ট্রেনটি। গোটা দেশজুড়েই কখনও খাবারে আরশোলা, কখনও যান্ত্রিক গোলযোগ,কখনও পশুর ধাক্কা! দিনরাতের লেগেই রয়েছে অঘটন। এবার আবারও পাথর ছোড়ার অভিযোগ উঠল কেরলে।ঘটনায় তিরুঅনন্তপুরমগামী বন্দে ভারতের বাতানুকুল কামরার জানালার কাচ ভেঙে গিয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ ফের বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তি! স্টেশনে ২ ঘণ্টা দাঁড়িয়ে ট্রেন
কাসারাগোদ থেকে তিরুঅনন্তপুরমগামী চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। রেল সূত্রে খবর, বুধবার বিকেল ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে ভাটাকারার কাছে ট্রেনের সি-৮ কামরার একটি জানালা লক্ষ্য করে উড়ে আসে ঢিল। এর জেরে ভেঙে যায় শীতাতপ নিয়ন্ত্রিত কামরার জানালার কাচ। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে এই ঘটনায় কারও আঘাত লাগেনি। লিউকোপ্লাস্টার দিয়ে জানালার কাচ সেঁটে আবার গন্তব্যে রওনা দেয় বন্দে ভারত ট্রেনটি। এক রেলকর্মী বলেন, ‘‘এই ঘটনায় কেউ আহত হননি। কাচটি বাইরে থেকে ভেঙে গিয়েছে। ভিতরে কিছু হয়নি।’’
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় ম্যাঙ্গালুরু-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস এবং নেত্রাবতী এক্সপ্রেসে পাথর হামলা হয়। ঢিলের ঘায়ে চুরমার হয়ে যায় দু’টি ট্রেনের বাতানুকুল কামরার একাধিক জানালা। তার ৭২ ঘণ্টার মধ্যে সেই কেরলেই পাথরের ঘায়ে ভাঙল বন্দে ভারতের কামরার জানালার কাচ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version