তাঁর বিয়ের খবরেই বেশ শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে। ৭৭ বছরের বিপত্নীক প্রাক্তন বাম নেতার লক্ষ্ণণ শেঠ (Laxman Seth) বিয়ে করেন ৪২ বছরের মানসী দে-কে। যদিও এই বিয়ে অবৈধ বলে দাবি লক্ষ্ণণের ছোটছেলে সুদীপ্তন শেঠের (Sudiptan Seth)। তবে, ৩০ মে বিয়ে হলেও, আড়াই মাস পরে ১৮ অগাস্ট হচ্ছে বিয়ের রিসেপশন। রীতিমতো কার্ড পাঠিয়ে অতিথি আপ্যায়ণ সারা।
২০১৬ সালে লক্ষ্মণের প্রথম স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়। তাঁদের দুই সন্তান। এবার নতুন হাতে হাত বর্তমান কংগ্রেস নেতার। ৭৭ বছর বয়সী লক্ষ্মণ শেঠের দ্বিতীয় স্ত্রীর নাম মানসী দে (Manashi Dey)। কলকাতার বাসিন্দা বছর বিয়াল্লিশের মানসী কলকাতার একটি পাঁচতারা হোটেলের শীর্ষ পদে ছিলেন। এক পরিচিতের মাধ্যমেই মানসীর সঙ্গে আলাপ হয় বাম আমলের প্রাক্তন মন্ত্রীর৷ এর পরেই বিয়ের সিদ্ধান্ত৷ নিজের এলাকায় পরে বৌভাতের অনুষ্ঠান করবেন বলে জানিয়ে ছিলেন একসময়কার হলদিয়ার দাপুটে সিপিএম নেতা। তবে, নিজেদের এলাকা হলদিয়ায় নয়, লক্ষ্ণণের বিয়ের প্রতিভোজ নিউটাউনের ইকো টুরিজিম পার্কে।
মেনুতে কী কী থাকছে? সে বিষয়ে মুখ খুলতে নারাজ ৭৭-এর বর। তবে, শোনা যাচ্ছে মাছের প্রচুর আইটেম রয়েছে। থাকছে ইলিশ-চিংড়ি দুইই। সঙ্গে পাবদা ও চিতল মাছের মুইঠ্যা। রকমারি মিষ্টিরও ব্যবস্থা হয়েছে।
লক্ষ্ণণ শেঠে পোশাক এসেছে লন্ডন থেকে। আর মানসীর গয়না সব তানিষ্কের। বাবার বিয়ের রিসেপশনে থাকবেন না আগেই ‘বিশ্ব বাংলা সংবাদ’কে জানিয়েছেন সায়ন্তন ও সুদীপ্তন। তবে, লক্ষ্ণণ শেঠের দাবি দুজনেই থাকবেন শুক্রবার। এখন কতটা জমকালো হয় এই পার্টি সেটাই দেখার।