মাছিন্দ্রা এফসিকে হারিয়ে কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?

এদিকে ম‍্যাচে জোড়া গোল করে ম‍্যাচের নায়ক আনোয়ার আলি। দলের হয়ে এমন পারফরম্যান্স করে উচ্ছ্বসিত আনোয়ার আলি। তিনি বলেন," দলের জন্য গোল করা অনেক বড় ব্যাপার।

জয়ে ফিরেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে বুধবার দুরন্ত জয় পায় জুয়ান ফেরান্দোর দল। যুবভারতী ক্রীড়াঙ্গনে মাছিন্দ্রা এফসিকে হারাল ৩-১ গোলে। বাগানের হয়ে জোড়া গোল আনোয়ার আলির। একটি গোল বিশ্বকাপ জেসন ক‍্যামিন্সের। আর এই ম‍্যাচ জিতে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। বললেন, তবে আরও উন্নতি করতে হবে আমাদের।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,”কঠিন ম্যাচ ছিল। প্রতিপক্ষ প্রথমার্ধে বেশ ভাল খেলে এবং আমাদের বেশি জায়গা দেয়নি। আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করব। আমার জন্য ‘ম্যাচ বাই ম্যাচ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করি কিন্তু ঠিক আছে। আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। কঠিন ম্যাচে একত্রে খেলে জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের আরও উন্নতি করতে হবে।”

এদিকে ম্যাচের মাঝে চোট পেয়ে মাঠ ছাড়েন আশিক কুরুনিয়ান। তাঁর চোট নিয়ে জুয়ান বলেন, “তিনদিনে ২টি ম্যাচ তাই খেলোয়াড়দের ক্র‍্যাম্প হবেই। তবে আশিক পরবর্তী ম্যাচের আগেই ফিট হয়ে যাবেন। বহু ফুটবলার কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ খেলছেন। তাই ফুটবলারদের ৯০ মিনিট ফিট থাকা সমস্যার বিষয়৷ আমরা আশা করছি আরও উন্নতি করব।”

এদিকে ম‍্যাচে জোড়া গোল করে ম‍্যাচের নায়ক আনোয়ার আলি। দলের হয়ে এমন পারফরম্যান্স করে উচ্ছ্বসিত আনোয়ার আলি। তিনি বলেন,” দলের জন্য গোল করা অনেক বড় ব্যাপার। আমি খুশি গোল করতে পেরে। বাইরের দেশ থেকে দল খেলতে আসছে তারা ভাল লড়াই করছে।”

আরও পড়ুন:দ্রাবিড়ের সঙ্গে বৈঠক জয় শাহের, বিশ্বকাপের আগে দলকে বিরাট বার্তা বোর্ড সচিবের