Thursday, August 28, 2025

২৫ বছর ক্ষমতায় থেকেও গুজরাত ভোটে ২০৯ কোটি খরচ বিজেপির! প্রকাশ্যে কমিশনের তথ্য

Date:

গত বছরের নভেম্বর-ডিসেম্বরে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা ভোটে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের খরচের হিসাব অনেক আগেই প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সময় হিমাচল প্রদেশের ভোটের জন্য খরচের হিসেব বিজেপি দিলেও কোনও এক অজ্ঞাত কারণে গুজরাত ভোটে তাদের খরচের হিসেব কমিশনকে দেয়নি গেরুয়া শিবির।

অবশেষে নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য গুজরাতে পদ্ম শিবিরের নির্বাচনী খরচ প্রকাশ্যে এনেছে কমিশন। নির্বাচন কমিশনে বিজেপির জমা দেওয়া হিসেব বলছে, ২০২২ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে ২০৯ কোটি টাকারও বেশি খরচ করেছে৷ গত ১৫ জুলাই গুজরাত বিধানসভা ভোটে দলীয় খরচের হিসেব কমিশনে জমা দেয়
বিজেপি। তার একমাস পর সেটা প্রকাশ্যে আনলো বিজেপি।

গেরুয়া শিবিরের দেওয়া হিসেব বলছে, পার্টির নির্বাচনী প্রচার এবং প্রার্থীদের তহবিলের জন্য ২০৯.৯৭ কোটি টাকা খরচ করেছে বিজেপি। যার মধ্যে প্রার্থী পিছু দেওয়া হয়েছে প্রায় ৪১ কোটি টাকা। বিমান এবং হেলিকপ্টার ব্যবহার সহ ব্যয় ১৫ কোটি টাকারও বেশি। এছাড়া সার্বিকভাবে পার্টির প্রচারে খরচ হয়েছে ১৬০.৬২ কোটি টাকা।

গত ডিসেম্বরে ফের একবার বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে গুজরাতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। এখন প্ৰশ্ন, একটি রাজনৈতিক দল ২৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পরও কেন দলের প্রচারে এই বিপুল অঙ্কের টাকা খরচ করতে হবে? তাহলে কি গুজরাতে সরকার ও প্রশাসন চালাতে ব্যর্থ বিজেপি। তাই টাকার জোরে নির্বাচনী বৈতরণী পার হতে হল?

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version