Sunday, November 16, 2025

বয়ানে অসঙ্গতি! ঘটনার পুননির্মাণে যাদবপুর হস্টেলে ধৃ.ত প্রাক্তনী সপ্তক

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র মৃত্যুর (Student Death) ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ৯ অগাস্ট রাতে ঠিক কী কী হয়েছিল তা এখনও রহস্যে মোড়া। পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রত্যেকেরই বয়ানেই একাধিক অসঙ্গতি চোখে পড়ছে। এমন পরিস্থিতিতে শুক্রবারই যাদবপুর কাণ্ডে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যাকে নিয়ে আসা হয় যাদবপুর থানায় (Jadavpur Police Station)।

পরে সপ্তককে নিয়ে এদিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে পৌঁছয় পুলিশ। ৯ অগস্ট রাতে সেখানে ঠিক কী হয়েছিল, তার পূনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে পুলিশের। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া ন’জনই পুলিশ হেফাজতে রয়েছে। তাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ন’জনের বক্তব্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে। আর সেকারণেই ঘটনার রহস্য উন্মোচনে সবাইকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন অর্থাৎ, নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছেন। কেউ কেউ আবার একে অন্যের বিরুদ্ধেও আঙুল তুলছেন। কিন্তু কে সঠিক কথা বলছেন? তা যাচাই করতেই এখন উঠেপড়ে লেগেছেন তদন্তকারীরা।

গত ৯ অগাস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের A-২ ব্লকের নীচে নদিয়ায় বাসিন্দা বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। র‍্যাগিংয়ের কারণে মৃত্যু বলে অভিযোগ করে ছাত্রের পরিবার। এদিকে ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ছাত্রের বাবা। খুনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

 

 

 

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version