Wednesday, November 12, 2025

ধুপগুড়ি উপনির্বাচন: নির্বাচনী প্রচারে তৃণমূলের তারকা প্রচারক মমতা-অভিষেক

Date:

ধুপগুড়ি বিধানসভা(Dhupguri Assembly Seat) কেন্দ্রে উপনির্বাচনে বিরোধীদের মুছে দিয়ে বাজিমাত করতে তৎপর শাসকদল তৃণমূল(TMC)। আর সেই লক্ষ্যে ধুপগুড়ি কেন্দ্রে জোরদার প্রচারে নামতে চলেছে ঘাসফুল শিবির। ধুপগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়ে নিতে এখানে নির্বাচনী প্রচারে নামতে চলেছেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। নির্বাচনী প্রচারকে মাথায় রেখে শুক্রবার ধুপগুড়ি কেন্দ্রে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে দলের তরফে। যেখানে, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তালিকায় দেখা যাচ্ছে আরও ৩৫ জন তারকা প্রচারককে।

শুক্রবার তৃণমূল সভাপতি সুব্রত বক্সির তরফে তৃণমূলের তারকা প্রচারকের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রথম দুই প্রচারক হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া রয়েছেন দলের সভাপতি সুব্রত বক্সি। পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাকলী ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, মহুয়া মৈত্র, গুলাম রব্বানি, দেব, মিমি চক্রবর্তী, সত্যজিৎ বর্মন, পার্থ ভৌমিক, জ্যোৎস্না মণ্ডল, বিরবাহা হাঁসদা, অদিতি মুন্সী, সায়নী ঘোষ, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শান্তনু সেন, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মনোজ তিওয়ারি, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, জুন মালিয়া, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য, মোশারফ হুসেন, সৌমেন রায় এবং সুদীপ রাহা।

আগামী ৫ সেপ্টেম্বর ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেদিকে নজর রেখে ইতিমধ্যেই অধ্যাপক নির্মলচন্দ্র রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপির তরফে এই কেন্দ্রে পুলওয়ামা হামলায় শহিদ জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করা হয়েছে। জাতীয় স্তরে জোট বাধলেও উপনির্বাচনের লড়াইইয়ে রয়েছে বাম-কংগ্রেস। কংগ্রেসের সমর্থনে এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হচ্ছেন ঈশ্বরচন্দ্র রায়। যিনি পেশায় শিক্ষক। উল্লেখ্য, গত ২৫ জুলাই প্রয়াত হন ধুপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুর ফলে ওই আসনটি বিধায়কশূন্য হয়ে পড়েছিল। উপনির্বাচন ঘিরে সেখানেই এবার বাড়ল রাজনৈতিক উত্তাপ।

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version