Thursday, August 28, 2025

বড় শা*স্তির খাঁ*ড়া, ডো.প পরীক্ষায় ব্যর্থ হয়ে ৪ বছরের জন্য নির্বা*সিত দ্যুতি

Date:

Share post:

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফের ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদ (Dutee Chand)। ডো.প পরীক্ষায় ব্যর্থ হয়ে এবার ৪ বছরের জন্য নির্বাসিত হতে হল দ্যুতি চাঁদকে। চলতি বছরের প্রথমদিকে দ্যুতিকে সাসপেন্ড করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা NADA। তবে কতদিনের জন্য তা জানা যায়নি। গত ডিসেম্বরে ডোপ পরীক্ষার জন্য দুবার দ্যুতির নমুনা নেওয়া হয়েছিল। দু’টি পরীক্ষাতেই ব্যর্থ হন জাতীয় রেকর্ডের মালকিন। তারপর থেকেই খেলা থেকে দূরে থাকতে হয়েছিল। পাক্কা সাতমাস পর ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি জানিয়েছে আগামী চার বছরের জন্য ট্র্যাকে নামতে পারবেন না দ্যুতি (Dutee Chand)।

জাতীয় রেকর্ডের মালকিনের থেকে ২০২৩ সালে তাঁর জেতা সব পদক, পুরস্কার কেড়ে নেওয়া হবে। পাশাপাশি গত ৮ মাসের সব পরিসংখ্যান মুছে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের (ADDP) পক্ষ থেকে বলা হয়েছে, এক জন অ্যাথলিট নিষিদ্ধ কিছু গ্রহণ করেছিলেন। এমন গুরুতর গাফিলতি বা অপরাধ হালকা ভাবে নেওয়া যায় না। উল্লেখ্য নমুনা পরীক্ষায় নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েড (Anabolic steroids)পাওয়া গেছিল দ্যুতির নমুনায়। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর শোনা যাচ্ছিল লম্বা সময়ের জন্য নির্বাসিত হতে পারেন তিনি। সেই আশঙ্কাই এবার সত্যি হল। জানানো হয়েছে, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) নিয়মের ২.১ এবং ২.২ ধারা লঙ্ঘন করায় দ্যুতিকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। ২০২১ সালে ১১.১৭ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন দ্যুতি, যা এখনও পর্যন্ত মহিলাদের জাতীয় রেকর্ড। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটার দৌড়ে দেশকে রুপোর পদক এনে দিয়েছিলেন দ্যুতি চাঁদ। কিন্তু চার বছরের লম্বা নির্বাসন কাটিয়ে দ্যুতি আর আদৌ ট্র্যাকে ফিরতে পারবেন কি না সেটাই বড় প্রশ্ন। এই শাস্তির ফলে আগামী বছর অলিম্পিক্সেও তিনি অংশগ্রহণ করতে পারবেন না। সাধারণত সাসপেনশনের নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে দ্বিতীয়বার স্যাম্পেল দিতে হয়। কিন্তু জানুয়ারি মাসে দ্যুতিকে সাময়িক সাসপেন্ড করা হলেও তিনি দ্বিতীয়বার স্য়াম্পেল দেননি। এবার নির্বাসনের চিঠি পাওয়ার তিন সপ্তাহের মধ্যে তাঁকে রিভিউ জমা দিতে হবে। শাস্তির বিরুদ্ধে দ্যুতি আবেদন করবেন বলে জানা গেছে।

 

spot_img

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...