Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) ভারত-আয়ার‍ল‍্যান্ড ম‍্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যশপ্রীত বুমরাহ- নেতৃত্বে ডাকওয়ার্থ লুইস নিয়মে আয়ারল্যান্ডকে হারাল ভারত। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল।

২) চোট সারিয়ে ১১ মাস পরে ভারতীয় দলে ফিরে নজর কাড়লেন যশপ্রীত বুমরাহ। বিশ্বকাপের আগে বুমরাহ কেমন খেলেন সে দিকেই নজর ছিল সবার। প্রথম ম্যাচে লেটার মার্কস নিয়ে পাশ করলেন তিনি। প্রথম ওভারেই নিলেন জোড়া উইকেট।

৩) দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সমস্যা চার নম্বর ব্যাটার। সম্প্রতি সেই নিয়ে মুখ খোলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সৌরভ বলেন, ‘‘কে বলল আমাদের দলে চার নম্বর ব্যাটার নেই? এখন ভারতে অনেক ব্যাটার। তার মধ্যে তিলক বর্মা অন্যতম।

৪) ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন দ্রুততমা ভারতীয় অ্যাথলিট দ্যুতি চাঁদ। চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে জাতীয় রেকর্ডের মালকিনকে। শাস্তি হিসাবে ২০২৩ সালে তাঁর জেতা সব পদক, পুরস্কার কেড়ে নেওয়া হবে। মুছে দেওয়া হবে গত আট মাসের সব পরিসংখ্যান।

৫) বিশ্বকাপের পর শুধু টেস্ট ক্রিকেট খেলা উচিত বিরাট কোহলির। বিরাটকে নিয়ে হঠাৎই সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন শোয়েব আখতার। শোয়েবের মতে, কোহলির উচিত সচিন তেন্ডুলকরের ১০০ শতরানের নজির স্পর্শ করার লক্ষ্য নিয়ে খেলা।

আরও পড়ুন:Ind vs Ireland: বল হাতে ম্যাজিক বুমরার, DLS নিয়মে ২ রানে জয় ভারতের!