Thursday, December 4, 2025

তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন জামাই, ফিরহাদ বললেন “পরজীবী”

Date:

Share post:

কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেতা ইয়াসির হায়দার। আজ, শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন ইয়াসির। তিনি সম্পর্কে তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতা তথা মন্ত্রী ও।কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাই। ইয়াসির হায়দার জানান, একুশের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাননি তিনি। সেই বছরই মার্চ মাসে তৃণমূল ছেড়ে দেন তিনি। সক্রিয় রাজনীতিতে ছিলেন না বলে দাবি করে ইয়াসির বলেন, কংগ্রেস তাঁকে এই সুযোগ দেওয়ায় তিনি খুশি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

ফিরহাদ হাকিম প্রসঙ্গে ইয়াসির হায়দার বলেন, “ওঁর প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে আমাদের মতাদর্শ আলাদা। অন্যদিকে, ফিরহাদ হাকিমকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার তো মনে হয় কংগ্রেস দলটা এবার উঠে যাবে। কারণ, যাঁরা আত্মীয়-স্বজন নিয়ে কারবার করেন তাঁরা আসলে দল করেন না।”

ফিরহাদ হাকিমের আরও সংযোজন, “ফিরহাদ হাকিমের লোক বা আত্মীয় কোনও পরিচয় হয় নাকি? আমি ছোটবেলা থেকে আন্দোলন করে উঠে এসেছি এবং নিজের একটা পরিচয় তৈরি করেছি। গাছের মধ্যে যখন আর একটি গাছ জন্মায় তখন তাকে বলে পরজীবী। পরজীবী হয়ে বাঁচা যায় নাকি?” তাঁর ভাবমূর্তিতে কোনও প্রভাব পড়বে কিনা সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ”এটা আমার ভাবমূর্তি বা দলগত কোনও ব্যাপার নয়।”

আরও পড়ুন- রাজ্যসভার বিজেপি সাংসদদের বিরুদ্ধে ভুরিভুরি মা.মলা! তালিকার উপরের সারিতে উঠে এল নিশীথ-বার্লার নাম

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...