Wednesday, November 12, 2025

আগামিকাল তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যরা  রাজ্যসভায় শপথ নেবেন । তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ও দোলা সেনকে ফের সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত  নিয়েছে তৃণমূল। এছাড়াও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নতুন মুখ হিসেবে সোমবার সকাল ১১ টায় শপথ নেবেন সাকেত গোখলে, সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক । তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

জানা গিয়েছে, ৬ জন সংসদের মধ্যে ৪ জন শপথ বাক্য পাঠ করবেন বাংলায়। বাকিরা হিন্দিতে শপথ বাক্য পাঠ করবেন। সমাজকর্মী সাকেত গোখলে, সামিরুল ইসলাম ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইককে এবার রাজ্যসভার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মত, তৃণমূলের প্রার্থী তালিকায় সবদিকের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। মোদি বিরোধী সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য একাধিকবার গ্রেফাতারির মুখে পড়তে হয় আরটিআই কর্মী সাকেত গোখলেকে। সাকেতের গ্রেফতারিকে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ হিসেবে তুলে ধরেছিল তৃণমূল। জাতীয় স্তরে সাকেত পরিচিত মুখ। সেই কারণে তাকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বাঙালি ভাবাবেগের কথা মাথায় রেখে বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সমিরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। কুড়মি আন্দোলনকে ঘিরে আদিবাসীদের একাংশ তৃণমূলের বিরোধিতার সুর চড়াচ্ছে। সেই ক্ষতে প্রলেপ দিতে আদিবাসী নেতা প্রকাশকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল।

 

 

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version