Tuesday, November 4, 2025

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত বাংলার শুটার মেহুলির

Date:

প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন বাংলার শুটার মেহুলি ঘোষ। শনিবার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের সুবাদে ২০২৪ অলিম্পিক্সে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়ে যান মেহুলি। প্যারিসে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন ১০ মিটার এয়ার রাইফেলে।বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে মেহুলি ২২৯.৮ স্কোর করে ব্রোঞ্জ পদক পান। চিনের দুই শুটার জিয়ায়ু হান ও ঝিলিন হ্যাং এই ইভেন্টে যথাক্রমে সোনা ও রুপো জেতেন। ২০৮.৪ স্কোর করে ইভেন্টে চতুর্থ হন ভারতের তিলোত্তমা সেন। যদিও তিনি প্যারিসের টিকিট হাতে পাননি। অলিম্পিক্সের আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন ভেবেই রোমাঞ্চিত মেহুলি। তিনি বলেন, ‘রীতিমতো উত্তেজনা অনুভব করছি। আমি এখনও স্নায়ুর চাপ টের পাচ্ছি। অত্যন্ত কঠিন ফাইনাল ছিল। দেশকে অলিম্পিক্সের কোটা ও সেই সঙ্গে ব্রোঞ্জ পদক এনে দিতে পারায় আমি গর্বিত।’

মেহুলি অলিম্পিক্সের কোটা অর্জন করলেও জাতীয় শুটিং সংস্থার ছাড়পত্রের উপর নির্ভর করছে তাঁর প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ। কেননা জাতীয় সংস্থা স্থির করে কোন ইভেন্টে কাকে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে পাঠানো হবে।যোগ্যতা অর্জন পর্বে ৬৩৪.৫ পয়েন্ট স্কোর করে শীর্ষে থাকেন মেহুলি। ৬৩১.৩ পয়েন্ট স্কোর করে ছয় নম্বরে থেকে ফাইনালে ওঠেন তিলোত্তমা। ৬৩০.১ পয়েন্ট স্কোর করে ১১ নম্বরে থাকেন রমিতা। তিনি ফাইনালে উঠতে পারেননি।উল্লেখ্য, শুটিংয়ে এই নিয়ে ভারত মোট চারটি অলিম্পিক্সের টিকিট হাতে পেল।

 

 

Related articles

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...

কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

ঘটা করে দেশের মানুষের জন্য আধার কার্ড ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কার্ডকে ইউনিক পরিচিতির নম্বর হিসাবে তুলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...
Exit mobile version