Monday, May 19, 2025

ইমাম-মোয়াজ্জেম-পুরোহিতদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি মুখ্যমন্ত্রীর, মাদ্রাসা নিয়েও বড় ঘোষণা

Date:

ইমাম ও মোয়াজ্জেম ভাতা আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ইমামদের সম্মেলনে ইমাম ও মোয়াজ্জেমদের পাশাপাশি পুরোহিতদেরও ৫০০ টাকা ভাতাবৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মাদ্রাসা নিয়েও বড় ঘোষণা করেন মমতা।

এদিন ইমাম-মোয়াজ্জেমদের সভায় যোগ দিয়েছিলেন মমতা। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “যদি কেউ দাঙ্গা করতে যায় আপনারা একটু দেখবেন। আমি দেখেছি সংখ্যালঘু ভাইবোনেরা একটু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। আরে ওরা তো এটাই চায়।” মমতার কথায়, “সংখ্যালঘুদের ভাগাভাগি করবার জন্য কাউকে কাউকে ক্যাশ মানি তুলে দিচ্ছে। আর সিপিএমের লোকগুলোর লজ্জা নেই, ওই বিজেপি, কংগ্রেসের সঙ্গে বোর্ড গঠন করছে।”

কেন্দ্র বকেয়া না দেওয়ার কারণে রাজ্যের অর্থকষ্টের কথা স্বীকার করেও ভাতাবৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমাদের টাকার ভান্ডার খুব কম। ম্যানেজ করতে হয়। আমাকে আর ছটা মাস সময় দিন, আমি ম্যানেজ করে দেব।”

মুখ্যমন্ত্রী জানান আরও ৭০০ মাদ্রাসাকে অনুমোদন দেবে রাজ্য। একইসঙ্গে ফরজি মাদ্রাসা নিয়ে মমতা বলেন, “ফরজি মাদ্রাসা যেগুলো আছে সেগুলিককে রেজিস্ট্রার করতে বলেছি। যাতে ওখানে যারা লেখাপড়া করে তারা সরকারের ছাত্রছাত্রীদের জন্য যে প্রজেক্টগুলো আছে সেগুলোর সুযোগ সুবিধা পেতে পারে।”

মুখ্যমন্ত্রী জানান, “সংখ্যালঘু স্কলারশিপে বাংলা এক নম্বরে। ৭১৪২ কোটি টাকা দেওয়া হয়েছে। এই ১২বছরে ২৪৬ কোটি এডুকেশন ঋণ দেওয়া হয়েছে”। তিনি বলেন, “ইমাম-মোয়াজ্জিমদের মাধ্যমে আমি বলছি, আপনাদের এলাকায় যদি গরিব কেউ ছোটোখাটো ব্যবসা করতে চান তাহলে তাঁর জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সফট্ লোনের ব্যবস্থা সরকার করে দেবে।”

 

 

 

 

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version