Monday, August 25, 2025

ঘোষণা এশিয়া কাপের জন্য ভারতীয় দল, চোট সারিয়ে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল

Date:

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সব জল্পনা উড়িয়ে চোট সারিয়ে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল, দলে নতুন মুখ তিলক ভর্মা। রিজার্ভ ক্রিকেটার হিসাবে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে। দলকে নেতৃত্ব দেবেন রোহিত। হিটম‍্যানের ডেপুটি হার্দিক পান্ডিয়া। ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। এবার এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। খেলা হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়।

সোমবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। দিল্লিতে দুপুর দেড়টার সময় সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে তার আগে বৈঠকে বসে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। সেখানে পাঁচ নির্বাচক ছাড়াও উপস্থিত ছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড় এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক আধিকারিকও। সে এই বৈঠকে চোট পাওয়া ক্রিকেটারদের শারীরিক অবস্থা কী রকম সেই তথ্য দেন। আর তারপরেই সাংবাদিক বৈঠক করে আসন্ন এশিয়া কাপের জন‍্য দল ঘোষণা করেন অজিত আগারকার এবং রোহিত শর্মা।

ভারতীয় দল এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে এই ম্যাচটি হবে পাকিস্তানের বিপক্ষে। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। এশিয়া কাপে একই গ্রুপ-এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলের ভিত্তিতে এশিয়া কাপ খেলা হচ্ছে। এশিয়া কাপে ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ রয়েছে। এর মধ্যে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে হবে পাকিস্তানে। ফাইনালসহ বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। ভারত সব ম‍্যাচই খেলবে শ্রীলঙ্কায়।

একনজরে এশিয়া কাপের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।

আরও পড়ুন:আল হিলালে রাজকীয় বরণ নেইমারকে, মুগ্ধ ব্রাজিলের তারকা ফুটবলার

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version