Monday, May 19, 2025

বিরল প্রজাতির দিলীপকে চাঁদে পাঠানো হোক! মোক্ষম খোঁ.চা কুণালের

Date:

দিলীপ ঘোষ বিরল প্রজাতির প্রাণী। তাঁকে চাঁদে পাঠিয়ে দেওয়া উচিত। যাদবপুর নিয়ে বিজেপি (BJP) সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্যের প্রেক্ষিতে তীব্র কটাক্ষ তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। দলে কোনও পদে না থাকায় দিলীপ এখন উল্টোপাল্টা বলছেন বলে মত কুণালের।

কী বলেছেন দিলীপ ঘোষ? দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, “এমন বিশৃঙ্খলা চলা উচিত কি? যেখানে এই রকমের সন্ত্রাসবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সমাজবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, আমরা বুট দিয়ে থেঁতলে দিয়েছি। যান জেএনইউ বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখে আসুন। ওখানেও আজাদি আজাদি করা হতো। সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। আজ ওখানে লেনিন, মাও সে তুং নেই। বিবেকানন্দের মূর্তি দাঁড়িয়ে রয়েছে। এই সরকার যেদিন যাবে, সেদিন যাদবপুরে বিবেকানন্দের স্ট্যাচু আর ভারত মাতাজির জয় স্লোগান হবে। কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, কোথায় যাদবপুর!‌”

এই মন্তব্য প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোক্ষম খোঁচা দেন কুণাল ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষ বিজেপিতে এক বিরল প্রজাতির প্রাণী। তাঁকে এখানে না রেখে উচিত ছিল চন্দ্রযানে করে চাঁদে পাঠিয়ে দেওয়া। উনি ওখান থেকে বিভিন্ন রকম খবর দিতেন” কুণালের মতে, দলীয় রাজনীতিতে সব পদ হারিয়ে এখন উল্টোপাল্টা বকছেন দিলীপ ঘোষ। রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা! তাঁর কথার কোনও যৌক্তিকতা নেই। এরপরেই তৃণমূল মুখপাত্র বলেন, “মহাকাশে মানুষ পাঠানোর আগে বিভিন্ন ধরনের প্রাণীদের পাঠানো হয়। সেক্ষেত্রে চাঁদে দিলীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া উচিত। ওনার এখানে থেকে আর কাজ নেই। ওনাকে চন্দ্রযানে করে চাঁদে পাঠিয়ে দেওয়া হোক।”

আরও পড়ুন- “নৃ.শংস-অ.ত্যাচারী বাম-অতিবাম ছাত্র সংসদ”, যাদবপুরে মৃ.ত পড়ুয়ার পরিবারের পাশে টিএমসিপি

 

 

 

Related articles

উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে চিকেন্স নেকের দায়িত্ব: কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী

একদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব তাঁর কাঁধে। অন্যদিকে রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (north Bengal)...

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই...

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।...

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...
Exit mobile version