Thursday, August 21, 2025

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ‘সাংবিধানিক বৈধতা’র দাবি খারিজ সুপ্রিম কোর্টের

Date:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে ‘সাংবিধানিকভাবে বৈধ’ (Constitutional Validity) ঘোষণার দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সোমবার দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত মামলা বিচারাধীন। আর সেকারণেই নতুন করে এই সংক্রান্ত শুনানির কোনও প্রয়োজন নেই। শনিবারই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির ক্ষেত্রে কোনও সাংবিধানিক বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তার উপর ভিত্তি করে ২০১৯ সালের মোদি সরকারের পদক্ষেপের বিচারবিভাগীয় পর্যালোচনা হবে।

কিন্তু সোমবার প্রধান বিচারপতির পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, ৩৭০ ধারা বাতিলের সাংবিধানক বৈধতা সংক্রান্ত মামলা বিচারধীন। তাই নতুন করে এই সংক্রান্ত শুনানির প্রয়োজন নেই। ২০১৯ সালের ৫ অগাস্ট রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, এই সংক্রান্ত নির্দেশনামায় সই করেছেন রাষ্ট্রপতি। এরপরই সংসদের দুই কক্ষে ৩৭০ বাতিলের বিল পাশের ফলে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।

যদিও এক্ষেত্রে সরকার পক্ষের দাবি, ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের সময় ৩৭০ অনুচ্ছেদে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হলেও সেই মর্যাদা কখনওই স্থায়ী ছিল না।

 

 

 

 

 

 

Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...
Exit mobile version