Saturday, May 3, 2025

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ‘সাংবিধানিক বৈধতা’র দাবি খারিজ সুপ্রিম কোর্টের

Date:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে ‘সাংবিধানিকভাবে বৈধ’ (Constitutional Validity) ঘোষণার দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সোমবার দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত মামলা বিচারাধীন। আর সেকারণেই নতুন করে এই সংক্রান্ত শুনানির কোনও প্রয়োজন নেই। শনিবারই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির ক্ষেত্রে কোনও সাংবিধানিক বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তার উপর ভিত্তি করে ২০১৯ সালের মোদি সরকারের পদক্ষেপের বিচারবিভাগীয় পর্যালোচনা হবে।

কিন্তু সোমবার প্রধান বিচারপতির পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, ৩৭০ ধারা বাতিলের সাংবিধানক বৈধতা সংক্রান্ত মামলা বিচারধীন। তাই নতুন করে এই সংক্রান্ত শুনানির প্রয়োজন নেই। ২০১৯ সালের ৫ অগাস্ট রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, এই সংক্রান্ত নির্দেশনামায় সই করেছেন রাষ্ট্রপতি। এরপরই সংসদের দুই কক্ষে ৩৭০ বাতিলের বিল পাশের ফলে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।

যদিও এক্ষেত্রে সরকার পক্ষের দাবি, ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের সময় ৩৭০ অনুচ্ছেদে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হলেও সেই মর্যাদা কখনওই স্থায়ী ছিল না।

 

 

 

 

 

 

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version