Friday, November 7, 2025

এশিয়া কাপে বল হাতে দেখা যেতে পারে বিরাট-রোহিতকেও, সাংবাদিক সম্মেলনে বললেন স্বয়ং ভারত অধিনায়ক

Date:

এশিয়া কাপে বল হাতে দেখা যেতে পেরে ভারত অধিনায়ক রোহিত শর্মা-বিরাট কোহলিকেও। শুনে চমকে গেলন? একদম চমকাবেন না। ঠিকই শুনছেন। আসন্ন এশিয়া কাপে ব‍্যাটিং-এর পাশাপাশি বল হাতেও দেখা যাবে রোহিত-বিরাটকে। এদিন এমনটাই জানালেন স্বয়ং রোহিত নিজেই। আজ ঘোষণা হয়েছে আসন্ন এশিয়া কাপের জন‍্য ভারতীয় দল। দলে রয়েছে চমক। দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল। দলে সুযোগ পেয়েছেন তিলক ভার্মা। এশিয়া কাপের দলে সব বিভাগেই একাধিক বিকল্প রাখার চেষ্টা করা হয়েছে। তবে কোনও ডানহাতি বিশেষজ্ঞ স্পিনার নেই দলে। আর এর জন‍্য দল সমস‍্যায় পরবে কিনা জানতে চাওয়া হয় রোহিতের কাছে। আর এর উত্তরেই ভারত অধিনায়ক বলেন, এশিয়া কাপে বল করতে দেখা যেতে পারে বিরাট-রোহিতকে।

এদিন দল ঘোষণা হওয়ার পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে কয়েক ওভার করে হাত ঘোরাতে পারবে।”

এদিকে এশিয়া কাপের দলে রাখা হয়নি রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চ‍্যাহালকে। এই নিয়েও মুখ খোলেন রোহিত। তিনি বলেন,” অফস্পিনার বা লেগস্পিনারকে নিয়ে গভীর আলোচনা হয়েছে। তবে আমরা এমন একজনকে চেয়েছিলাম যে, আটে বা নয়ে নেমে ভালো ব্যাট করতে পারে। অক্ষর প‍্যাটেল সেদিক থেকে এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো কিছু করতে পারেনি। তবে ও উপরের দিকেও ব্যাট করতে পারে। অফস্পিনার হিসেবে অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের কথাও ভাবা হয়েছিল। কিন্তু অক্ষর থাকা মানে ব্যাটিং গভীরতা বাড়বে। সামনের ২ মাসে প্রচুর ক্রিকেট। যারা ফিরে আসছে, তাদেরও সময় দিতে চাই। কারও জন্যই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। বিশ্বকাপের দলে চ‍্যাহালকে দরকার হলে নেওয়া হবে। অশ্বিন এবং ওয়াশিংটনের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য।”

আরও পড়ুন:আগামিকাল এএফসি কাপের ম‍্যাচে বাগানের প্রতিপক্ষ ঢাকা আবাহনী, জয় লক্ষ‍্য বাগান কোচের

 

 

 

Related articles

দেশের সেরা হকি স্টেডিয়াম এখন বাংলায়: জানালেন গর্বিত ক্রীড়ামন্ত্রী অরূপ

বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন...

নির্দেশ-অসঙ্গতিতে বিপাকে BLO-রা: জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলের, SIR আতঙ্কে মৃত্যু নিয়ে বিজেপিকে নিশানা

SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু। ক্ষুব্ধ তৃণমূল। অভিযোগ, আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য...

দিনরাত বিজেপির অপমান, সেই নেহেরুকেই স্মরণ নিউইয়র্কে: মামদানির জয়ে সরব প্রিয়াঙ্কা

যে জওহরলাল নেহেরুকে বিজেপির নেতারা সবক্ষেত্রে নিচু দেখাতে চেষ্টা করেন ভারতে, সেই নেহেরুর জয়গান নিউ ইয়র্কের মঞ্চে। মেয়র...

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...
Exit mobile version