Thursday, May 8, 2025

আগামিকাল এএফসি কাপের ম‍্যাচে বাগানের প্রতিপক্ষ ঢাকা আবাহনী, জয় লক্ষ‍্য বাগান কোচের

Date:

আগামিকাল এএফসি কাপের প্লে-অফে ম‍্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ ঢাকা আবাহনী। শেষ ম্যাচে মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়েছিল জুয়ান ফেরান্দোর দল। তবে সেসব নিয়ে ভাবতে নারজ বাগান কোচ। বরং আগামিকাল নতুনভাবে মাঠে নামতে চান তারা।

আগামিকালের ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” আবাহনী ভালো দল। তবে আমরাও তৈরি, আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেব। জয়ের লক্ষ‍্যেই নামবে সবুজ-মেরুন ক্লাব।” গত কয়েকদিনের সবচেয়ে জল্পনার বিষয় যেটি ছিল সেটি হল, ঢাকা আবাহনী কিছু খেপের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে। তবে এসব নিয়ে ভাবছেন না বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, “আমি এসব নিয়ে ভাবছি না। ওদের দলে ৯ জন বিদেশি রয়েছে, আমাদেরও ৬ জন বিদেশি রয়েছে। আমরা আমাদের দলের পারফরম্যান্স নিয়ে ভাবতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই।”

গত ম্যাচে চোট পান আশিক কুরুনিয়ান এবং দিমিত্রি পেত্রাতোস। তাদের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন জুয়ান। এই নিয়ে বাগান কোচ বলেন, “ওরা এখন সুস্থ রয়েছেন। তবে ওরা আগামিকাল ম্যাচে খেলবেন কিনা এখনই বলা সম্ভব নয়। আমরা অনুশীলনে সব দেখে তারপর সিদ্ধান্ত নেব। তবে ওরা ফিট রয়েছে। আমরা কাজ চালাচ্ছি। একসঙ্গে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলতে হচ্ছে। এরমধ্যে দিয়েই আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।”

আরও পড়ুন:ফিট নন রাহুল, কেন রাখা হল এশিয়া কাপের দলে? মুখ খুললেন আগারকার

 

 

 

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version