Wednesday, May 7, 2025

ভোটের প্রচারে বেরিয়ে এবার চরম অস্বস্তির মুখে পড়তে হল বিজেপি নেতাকে (BJP Leader)। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে যোগীরাজ্যে (Yogi State)। জানা গিয়েছে, বিজেপি নেতা দারা সিং চৌহানের (Dara Singh Chouhan) মুখে কালো কালি ছিটিয়ে দেয় এক যুবক। মউ জেলার ঘোসি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন দারা। ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন (Double Engine) রাজ্যে কীভাবে এমন কাণ্ড ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মনু যাদব। হাঁসপুর এলাকার বাসিন্দা সে।

ররিবার ছুটির দিনে কোপাগঞ্জ ব্লকে প্রচার সেরে গাড়ি করে ফিরছিলেন ওই বিজেপি নেতা। পথে আদরি চাট্টি নামে একটি জায়গায় দলীয় সমর্থকদের দেখে গাড়ি থামান তিনি। আর তখনই ঘটে যায় বিপত্তি। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে থেকে বিজেপি নেতাকে লক্ষ্য করে কালি ছোড়েন এক যুবক। পরে বোতল থেকে কালি ছিটিয়েই চম্পট দেয় অভিযুক্ত। এমন অপ্রত্যাশিত ঘটনায় উপস্থিত সবাই হকচকিয়ে যান। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী ও সমর্থকরা দ্রুত দারা সিংকে সরিয়ে নিয়ে যান। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপরই প্রচার বন্ধ করে দ্রুত এলাকা ছাড়েন চৌহান।

ইতিমধ্যে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এমন কাণ্ড ঘটাল যুবক তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। আগামী ৫ সেপ্টেম্বর ঘোসি কেন্দ্রে উপনির্বাচন। তার আগে এমন ঘটনায় বেশ বিপাকে যোগী শিবির। তবে ঘটনার জেরে খানিকক্ষণের জন্য চোখে দেখতে পাচ্ছিলেন না দারা সিং। পরে কিছুটা সামলে নিয়ে এই ঘটনার জন্য সমাজবাদী পার্টিকেই কাঠগড়ায় তোলেন তিনি।

 

 

 

 

Related articles

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...
Exit mobile version