Saturday, August 23, 2025

তাড়াহুড়ো করে সফ্‌ট ল্যান্ডিং নয়, বুধবার না হলে চন্দ্রযান ৩ অবতরণ কবে?

Date:

এর আগে দু’দুবার চাঁদে অবতরণে সফলতা পায়নি ভারতের তৈরি মহাকাশযান।কিন্তু চন্দ্রযান ৩ চাঁদে অবতরণের অনেকটা পথ পেরিয়েছি। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে কোনও তাড়াহুড়ো করতে রাজি নয় ইসরো। তা সে চাঁদে অবতরণে দেরি হলেও ক্ষতি নেই।ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশে বিক্রমের পরিস্থিতি দেখে তবে চাঁদের বুকে নামানোর প্রক্রিয়া শুরু হবে। ইসরোর মতে, নির্ধারিত সময় বুধবার সন্ধ্যায় ল্যান্ডিং না হলে রবিবার ২৭ তারিখ চাঁদে অবতরণের প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুনঃল্যান্ডার বিক্রমের সঙ্গে অরবিটারের সংযোগ স্থাপন করল চন্দ্রযান-৩, এবার চাঁদে অবতরণের অপেক্ষা

ইসরো সূত্রে খবর, ২৩ অগস্ট, বুধবার চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। কিন্তু, ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থান দেখে প্রয়োজনে চন্দ্রযানের অবতরণ সেদিন স্থগিত করা হতে পারে। এ ব্যাপারে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন ইসরো-র আহমেদাবাদ কেন্দ্রের ডিরেক্টর নীলেশ এম দেশাই। তিনি বলেন, “২৩ অগস্ট চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। তবে সেটাই চাঁদের মাটিতে অবতরণের সঠিক সময় কিনা তা ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থা দেখেই আমরা সিদ্ধান্ত নেব। যদি কোনও সমস্যা মনে হয় তাহলে আমরা ২৭ অগস্ট মডিউলের চাঁদে অবতরণ করাতে পারি।” চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের দিন নিয়ে সোমবারই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে বৈঠকও করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

যতই সমস্যা হোক, ত্রুটি হোক, এমনকি যদি কোনও ভুলও হয়ে যায়, তবুও নাকি নিরাপদেই সফল অবতরণ করবে চন্দ্রযান ৩ । চন্দ্রযানের বিক্রম ল্যান্ডারে যে অভ্যন্তরীণ ‘স্যালভেজ মোড’ রয়েছে, তা এতটাই শক্তিশালী বলে জানালেন, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মহাকাশ বিজ্ঞানী, প্রফেসর রাধাকান্ত পাঢি। তিনি বলেছেন, দ্বিতীয় চন্দ্রযানের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে অনেকটাই উন্নতি করা হয়েছে উন্নতি করে এই ব্যবস্থা করা হয়েছে। এবার নিরাপদ অবতরণ হবেই, তাতে কোনও সন্দেহ নেই।

 

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version