জাতীয় পতাকার অবমাননা, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট চাইলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

মামলায় অভিযোগ করা হয়, গত ১৫ অগাস্ট পতাকা উত্তোলনের সময় বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে কিছু দুষ্কৃতী পতাকার অবমাননা করে৷ পাথর ছোড়ে বলে অভিযোগ।এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে

‘জাতীয় পতাকার অবমাননা করে কেউ নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারে না’ জাতীয় পতাকার অবমাননার মামলায় মঙ্গলবার মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞনম৷ এর আগে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে একটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে৷ সেই মামলায় অভিযোগ করা হয়, গত ১৫ অগাস্ট পতাকা উত্তোলনের সময় বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে কিছু দুষ্কৃতী পতাকার অবমাননা করে৷ পাথর ছোড়ে বলে অভিযোগ।এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, ‘তাঁরা জেলে তিন বেলা খাবার পাবেন, তার পর ৫ হাজার টাকার বন্ডে জামিন পেয়ে স্বাধীনতা সংগ্রামীর মতো ঘুরবেন এটা হয় না। জাতীয় পতাকার অবমাননা গ্রহণযোগ্য নয়।’ এরই পাশাপাশি তিনি বলেন, ‘পুলিশ তদন্ত করে জানুক কেন এই ঘটনা ঘটেছে।’

অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকে কোনও মামলা রয়েছে কিনা, তাঁদের কোনও অপরাধের ইতিহাস রয়েছে কিনা, এ সবও এদিন জানতে চান প্রধান বিচারপতি? এই মুহূর্তে অভিযুক্তরা কোন জেলে রয়েছেন, সে কথাও জানতে চান তিনি। জবাবে রাজ্য জানিয়েছে, তাঁরা চুঁচুড়া জেলে বন্দি। শুনে প্রধান বিচারপতি বলেন, ‘চুঁচুড়া খুব আরামদায়ক জায়গা। এঁদের মুর্শিদাবাদ বা মালদায় পাঠিয়ে দেব।’ সঙ্গে নির্দেশ, ‘সত্যি খুঁজে বের করুন’।

 

 

Previous articleএশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন তিলক ভার্মা?
Next articleইতিহাস তৈরির ২৪ ঘণ্টা আগেই অন্যরূপে চন্দ্রদর্শন!