Sunday, May 4, 2025

বৃষ্টি বিধ্বস্ত হিমাচল ও উত্তরাখণ্ড! কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Date:

আবহাওয়া দফতরের তরফে এদিন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য এলাকার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এই অরেঞ্জ অ্যালার্ট গত মাস দুয়েকে বারে বারে দেখেছে ওই দুই রাজ্যবাসী। দেখেছে প্রকৃতির ধ্বংসলীলা ও প্রাণহানি। এই বছর বর্ষা শুরুর পর থেকে উত্তরাখণ্ডে ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং হিমাচল প্রদেশের মারা গিয়েছেন ৩৩৮ জন।

বর্ষায় দুই পাহাড়ি রাজ্যের পরস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। আবারও উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করল মৌসম ভবন। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ২২ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে।

সোমবার উত্তরাখণ্ডের তেহরি জেলার চম্বা এলাকায় ধস নেমে মৃত্যু হয় ৪ জনের, তার মধ্যে ছিল দুই মহিলা, চার মাসের এক শিশুও। আরও একজন ধ্বংসস্তূপে চাপা পড়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এবার আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে হড়পা বান এবং ধস নামার আশঙ্কা করা হচ্ছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, “১০হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। রাস্তাঘাট ঠিক করা, জল প্রকল্পগুলি নতুন করে শুরু করা- এ যেন এক পাহাড়সমান চ্যালেঞ্জ। সমস্ত মেরামত করতে এক বছর সময় লাগবে।“

এদিকে সিমলার আবহাওয়া দফতরের অধিকর্তা সুরেন্দ্র পাল এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “চলতি বছর জুলাইয়ে হিমাচল প্রদেশে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা গত ৫০ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।“ অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের জেরে ২২ অগাস্ট অর্থাৎ আজ উত্তরাখণ্ডের তেহরি জেলার ভিলাঙ্গানা, চম্বা, নরেন্দ্র নগর, জৌনপুরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে দেরাদুন, পৌড়ী, নৈনিতাল, চম্পাওয়াত, বাগেশ্বরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version