টাকি পুরসভার পাঁচজন কাউন্সিলর একযোগে পদত্যাগ করলেন। পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে মঙ্গলবার পদত্যাগ করেন তৃণমূল কাউন্সিলররা। ভাইস চেয়ারম্যান ফারুক গাজির বিরুদ্ধে মারধর করা এবং ভয় দেখানোর অভিযোগ রয়েছে তাঁদের।
জানা গিয়েছে, এদিন রাজ্য বিধানসভায় গিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পদত্যাগ পত্র পেশ করেন পাঁচজন কাউন্সিলর। পাশাপাশি, মহকুমা শাসকের কাছেও তাঁরা পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, টাকি পুরসভায় মোট ১৬ টি আসন রয়েছে, যাঁর মধ্যে ১৪ টি আসন তৃণমূলের দখলে ছিল। ২টি আসন পেয়ে বিরোধী আসনে রয়েছে বিজেপি। তবে পাঁচজন প্রার্থী একসঙ্গে পদত্যাগ করায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বর্তমানে ৯।
