Saturday, August 23, 2025

“ক্লান্তি”, “বিশ্রাম”, “ছুটি” নেই তাঁর অভিধানে! বিদেশ থেকে ফিরেই ঠাসা কর্মসূচিতে অভিষেক

Date:

“ক্লান্তি”, “বিশ্রাম”, “ছুটি” শব্দগুলি যেন তাঁর অভিধানে নেই। একটানা দু’মাস তৃণমূলে নবজোয়ার কর্মসূচির পর পঞ্চায়েত ভোটে প্রচার, একুশে জুলাই সমাবেশ, INDIA জোটের বৈঠকে যোগদানের পরই গিয়েছিলেন আমেরিকায়। সেখান থেকে সদ্য চোখের চিকিৎসা সেরে দেশে ফিরেই ফের সক্রিয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। না,কোনও বিশ্রাম বা ক্লান্তি নেই। চলতি আগস্টের শেষে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের। ওই একই সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) একের পর এক কর্মসূচি।

জুলাইয়ের শেষে চোখের চিকিৎসার জন্য আমেরিকা যান অভিষেক। কলকাতায় ফিরেছেন গত রবিবার। আগামী সপ্তাহ থেকেই ফের শুরু হয়ে হচ্ছে লাগাতার রাজনৈতিক কর্মসূচি। প্রতিবারের মতো এবারও ২৮ আগস্ট মেয় রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনার আবহে এবার তৃণমূলের ছাত্র সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এরপর ৩০ আগস্ট এবং ১ সেপ্টম্বর মুম্বইয়ে মোদি বিরোধী INDIA জোটের তৃতীয় বৈঠক। এবারও সেই বৈঠকেও নেত্রীর সঙ্গে থাকবেন অভিষেক। দু’দিনের বৈঠক সেরে মুম্বই থেকে ফিরেই অভিষেক সোজা চলে যাবেন ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে। ধূপগুড়ি উপনির্বাচনের জন্য আগামী ২ সেপ্টেম্বর অর্থাৎ প্রচারের শেষদিন ঝড় তুলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপির থেকে এই আসন ছিনিয়ে আনাই লক্ষ্য শাসক দলের।

 

 

 

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version