Saturday, August 23, 2025

চাঁদেই বিক্রম-প্রজ্ঞানের মৃ.ত্যু? ফেরার সম্ভাবনা নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা!

Date:

বুধবারই একেবারে সঠিক সময়ে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে। ইতিহাস সৃষ্টি করেছে ভারত (India)। দেশের কাছে এ এক গৌরবের দিন। গোটা বিশ্বে ভারতই প্রথম দেশ, যে চাঁদের দক্ষিণ মেরুতে ইতিহাস সৃষ্টি করেছে। এবার পৃথিবীর সময়ের বিচারে চাঁদে ১৪ দিন কাজ করবে বিক্রম (Vikram) ও প্রজ্ঞান (Pragyan)। এই সময়ে চাঁদে সূর্যের আলো থাকবে। আর সেকারণেই রোভার আর বিক্রম তাদের সোলার প্যানেলে সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করবে।

কিন্তু এই ১৪ দিন পরে কী হবে? ইসরো (ISRO) জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে এখন দিন। সূর্যের আলো থেকে শক্তি নিয়ে কাজ শুরু করবে রোভার প্রজ্ঞান। আর যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই সচল থাকবে প্রজ্ঞান। অন্যদিকে, চাঁদের মাটি থেকে ঘুরে নমুনা সংগ্রহের পাশাপাশি তেজস্ক্রিয় মৌল ও জলের অস্তিত্ব খুঁজবে। কিন্তু সূর্যের আলো চলে গেলেই নিষ্ক্রিয় হয়ে যাবে রোভার। তখন কোনও কাজ করার ক্ষমতা থাকবে না।

তবে ইসরোর বিজ্ঞানীরা সাফ জানিয়েছেন, বিক্রম-প্রজ্ঞানের মৃত্যু হবে না। ১৪ দিন পর আবার যখন সূর্যের আলোর রশ্মি দক্ষিণ পিঠে আসবে তখন আবার জেগে উঠবে তারা। এখানেই ইসরোর বড় সাফল্য। এমনভাবেই বিক্রম আর প্রজ্ঞানের যন্ত্রপাতি তৈরি হয়েছে, এতটাই আধুনিক পদ্ধতিতে গড়েছেন বিজ্ঞানীরা যে ১৪ দিন নিষ্ক্রিয় থাকার পরেও নিজে থেকেই জেগে উঠবে তারা। তবে বিক্রম আর প্রজ্ঞান কি ফের পৃথিবীতে ফিরে আসবে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, সেই সম্ভাবনা কম। চাঁদ থেকে আর ফিরবে না বিক্রম ও প্রজ্ঞান। চাঁদের মাটিতেই থেকে যাবে তারা।

 

 

 

 

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version