Monday, August 25, 2025

বুধবার সন্ধ্যায় চাঁদের বুকে তৈরি হয়েছে ইতিহাস। ভারতের সাফল্যের মুকুটে জুড়েছে নয়া পালক। চন্দ্রযান ৩ অভিযান ১০০% সফল। বিক্রম (Lander Vikram) নিরাপদে অবতরণ করেছে এবং সূর্যের আলো পাওয়ার পর রোভার প্রজ্ঞান তার কাজ শুরু করে দিয়েছে। আগামী দুই সপ্তাহেই চাঁদের অজানা তথ্য চলে আসবে ভারতের হাতে। বিশ্ব যা করে দেখাতে পারিনি ভারত সেটা করেছে। এখন আর ফিরে তাকাতে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। এবার লক্ষ্য সূর্যের দেশ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ইসরো লঞ্চ করতে চলেছে আদিত্য-এল১ (Aditya L1)।

চাঁদে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) পাঠানো ভারতবর্ষের সাফল্যের নেপথ্যে যুক্ত এক ঝাঁক বাঙালি। সূর্য জয়ের লক্ষ্যে এবার অগ্রসর হচ্ছেন তাঁরা। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩-কে পাঠানোর দায়িত্ব ছিল নিউ গড়িয়ার পঞ্চসায়রের শুভ্রদীপ এবং তাঁর সহকর্মীদের কাঁধে। এবার কোনও ভুল নয়, তাই তাঁরা সফল। এই সাফল্যের মাঝেই শুভ্রদীপ জানাচ্ছেন যে আগামী মাসের শুরুতেই সূর্যের পথে পাড়ি দেবে ভারত। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যেহেতু সূর্যের পৃষ্ঠে নামা সম্ভব নয়, তাই আদিত্য-এল১ নামের যে মহাকাশযান পাঠানো হবে, সেটি যাবে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত। ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১ বলে একটা জায়গা পর্যন্ত পাঠানো হবে এই মহাকাশযানকে। ওই জায়গায় পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ থাকে না। আদিত্য-এল১ নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলে আজীবন থেকে যেতে পারবে। এখন সেদিকেই নজর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার,২ অথবা ৩ সেপ্টেম্বর আদিত্য-এল১-কে পাঠানো হবে।সূর্যের পথে যেতে লাগবে ১৮০ দিন। শুভ্রদীপ জানিয়েছেন যে ভারত এর আগে এত দূরে কোনও মহাকাশযান পাঠায়নি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। আদিত্য-এল১ যাবে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। তারই কাজ চলছে পুরোদমে।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version