Thursday, August 21, 2025

এএফসি কাপে মুম্বই সিটি এফসির মুখোমুখি হতে চলেছে নেইমারের আল হিলাল। এদিন কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে ‘ডি’ গ্রুপে নেইমারের ক্লাব আল হিলালের প্রতিদ্বন্দ্বী আইএসএল লিগ জয়ী দল মুম্বই এফসি। গ্রুপে বাকি দুই দল ইরানের নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের নাভবাহোর নামানগান। গ্রুপ পর্বের ম্যাচগুলো ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে হবে।

নিজেদের ঘরের মাঠে খেলার পাশাপাশি ভারতে খেলতে আসতে হবে সৌদির ক্লাব আল হিলালকে। এদিকে মুম্বই সিটি এফসির ম্যাচটি মুম্বইয়ে হবে না। মুম্বই সিটি এফসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পরিকাঠামো সংক্রান্ত কারণে নিজেদের ‘হোম’ মুম্বই ফুটবল এরিনায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ‘হোম’ ম্যাচ খেলবে মুম্বই। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। প্রতিটি গ্রুপে দলগুলো কবে কে কার মুখোমুখি হবে, তা এখনও ঠিক হয়নি। ‘ই’ গ্রুপে জায়গা পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের। সেখানে রোনাল্ডোদের বাকি তিন প্রতিদ্বন্দ্বী ক্লাব ইরানের পার্সেপোলিস, তাজিকিস্তানের ইস্তিকলাল ও কাতারের আল দুহাইল। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি হাউসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল ভারতীয় ফুটবল মহল। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জিমা বা নেইমারের ভারতে খেলতে আসার একটা সম্ভাবনা ছিল। আর শেষপর্যন্ত ‘জয়’ হয়েছে ব্রাজিলের তারকা নেইমারের।

আরও পড়ুন:বিশ্বকাপে স্বপ্নভঙ্গ, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রানার্স প্রজ্ঞানন্দ, চ‍্যাম্পিয়ন কার্লসেন

 

 

 

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version