Monday, May 5, 2025

হোম-স্টে-তে মানতেই হবে রাজ্য সরকারি গাইডলাইন, বিধানসভায় প্রশ্নের উত্তরে জানালেন পর্যটন মন্ত্রী

Date:

Share post:

লক্ষ্য কর্মসংস্থান। পর্যটনের উন্নয়ন। হোম-স্টেগুলিকে উৎসাহ দিতে অর্থ সাহায্য করা হচ্ছে। তবে, তার জন্য নির্দিষ্ট নিয়ম মানতে হবে। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বিধানসভার পর্যটন দফতরের প্রশ্নোত্তর পর্বে বিজেপির শঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, হোম স্টের অর্থ সেখানকার মানুষের সংস্কৃতি সঙ্গে পরিচিত হওয়া। কিন্তু ব্যবসায়িক স্বার্থে বাইরে থেকে গিয়ে যেভাবে হোম স্টে (Home Stay) করা হচ্ছে তাতে তার সংজ্ঞা বদলে যাচ্ছে।

উত্তরে পর্যটনমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে ২৯৪৭টি হোম স্টে রয়েছে। সেখানে ১৭৯৭৬ জনের কর্মসংস্থান হয়েছে। সরকারি সহায়তা নিয়ে হোম স্টে করছে তাঁদের একটা নিয়ম মানতে হবে। হোম স্টের বাইরে যথাযথ বোর্ড লাগাতে হবে। হোম স্টের নামে কোনও অনৈতিক বা বেআইনি কাজ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন মন্ত্রী বাবুল জানান, এবিষয়ে পর্যটন দফতরের ওয়েব সাইটে বিস্তারিত নীতি নির্দেশিকা দেওয়া আছে। হোম স্টে মালিকদের সেগুলি মেনে চলতে হবে।

বৃহস্পতিবার অধিবেশনে পর্যটন দফতরের প্রশ্ন ছিল। তা স্বত্বেও এদিন বেশ কিছুটা দেরি করে বিধানসভায় পৌঁছন পর্যটন মন্ত্রী। এনিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বিন্দ্যপাধ্যায়ের কাছে ধমক খান বাবুল সুপ্রিয়। পর্যটন নিয়ে প্রশ্ন জমা দিয়েছিলেন বিধায়ক কল্লোল খাঁ। তিনিও এদিন বিধানসভায় দেরি করে পৌঁছন। পরবর্তী সময় তাঁকে প্রশ্ন করার সুযোগ দিয়ে তাঁকে ভবিষ্যতে দেরি করে না আসার বিষয়ে সতর্ক করেন অধ্যক্ষ।

একই সঙ্গে অধ্যক্ষ পর্যটন সংক্রান্ত একটি তথ্যচিত্র তৈরি করার জন্য পর্যটনমন্ত্রীকে পরামর্শ দেন। তিনি বলেন বিধানসভার অডিটরিয়ামে এ ধরনের তথ্যচিত্র দেখালে সব বিধায়করা অবগত হবেন।

একই সঙ্গে বিভিন্ন পর্যটনকেন্দ্রে মধ্যবিত্ত পর্যটকদের হেনস্থার প্রসঙ্গ তুলে অধ্যক্ষ পর্যটন দফতরের কোনো অভিযোগ সেল আছে কি না তা জানতে চান। তিনি বলেন অনেক সাধারণ মধ্যবিত্ত পর্যটক ঘুরতে গিয়ে হেনস্থা হন। তা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সাধারণ‌ মধ্যবিত্ত যাতে হেনস্থা না হয়।

 

 

 

 

 

spot_img
spot_img

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...