আধারের মাধ্যমে মনরেগার মজুরি মেটানোর প্রক্রিয়ায় নয়া ঘোষনা গ্রামোন্নয়ন মন্ত্রকের!

নির্ধারিত সময়সীমাই বহাল থাকছে, আধারের মাধ্যমে মনরেগার মজুরি মেটানোর প্রক্রিয়া (wage payment process) চালু করার জন্য চলতি মাসের পর আর অতিরিক্ত কোন সময় দেওয়া হবে না। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের (Union Ministry of Rural Development) তরফে সাফ জানানো হলো আগামী ৩১ অগাস্টের পর এই প্রক্রিয়া চালুর জন্য অতিরিক্ত সময়ে দেবে না কেন্দ্র। সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে আধারের মাধ্যমে মজুরি মেটানো বাধ্যতামূলক করতেই হবে।

প্রথমে ১ ফেব্রুয়ারি এই প্রক্রিয়া চালু করার সময়সীমা দেওয়া হয়। পরে তা দাঁড়িয়ে প্রথমে ৩১ মার্চ, পরবর্তীতে ৩০ জুন এবং সর্বশেষ ৩১ অগাস্ট করা হয়। তবে আর আর এই সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা।