Saturday, August 23, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University), এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital), দুর্গাপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের (Durgapur Engineering College) পর এবার রায়গঞ্জ (Raigaunge)। ফের পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। তবে এক্ষেত্রে হস্টেলে নয়, নিজের ঘর থেকে উদ্ধার হল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ১৪ নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কসবামহেশো এলাকার বাসিন্দা তিনি। বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং বিভাগের ছাত্রী ছিলেন তিনি। শুক্রবার সকালে ওই ছাত্রীর শোওয়ার ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ঠিক কী কারণে আত্মঘাতী হলেন ওই ছাত্রী তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে ওই ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে খবর, মানসিক অশান্তির জন্য মাসখানেক আগেই বেঙ্গালুরু থেকে রায়গঞ্জের বাড়িতে ফিরেছিলেন ওই নার্সিং পড়ুয়া। আগামী ৫ সেপ্টেম্বর ফের বেঙ্গালুরুর কলেজে ফিরে যাওয়ার কথা ছিল ওই পড়ুয়ার। তার জন্য ট্রেনের টিকিটও অগ্রিম কাটা হয়েছিল। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাড়িতেই ছিলেন সায়নী। শুক্রবার সকালে পরিবারের এক সদস্যের নজরে আসে বিষয়টি। ছেঁড়া কাপড়ে ফাঁস লাগানো অবস্থায় ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।

তবে মাত্র ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই দুই নার্সিং পড়ুয়ার রহস্যজনক মৃত্যু হওয়ায় শোকের ছায়া রায়গঞ্জ শহরে। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে লিটন নার্সিং হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনিও রায়গঞ্জের বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

 

 

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version