Wednesday, November 5, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University), এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital), দুর্গাপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের (Durgapur Engineering College) পর এবার রায়গঞ্জ (Raigaunge)। ফের পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। তবে এক্ষেত্রে হস্টেলে নয়, নিজের ঘর থেকে উদ্ধার হল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ১৪ নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কসবামহেশো এলাকার বাসিন্দা তিনি। বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং বিভাগের ছাত্রী ছিলেন তিনি। শুক্রবার সকালে ওই ছাত্রীর শোওয়ার ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ঠিক কী কারণে আত্মঘাতী হলেন ওই ছাত্রী তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে ওই ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে খবর, মানসিক অশান্তির জন্য মাসখানেক আগেই বেঙ্গালুরু থেকে রায়গঞ্জের বাড়িতে ফিরেছিলেন ওই নার্সিং পড়ুয়া। আগামী ৫ সেপ্টেম্বর ফের বেঙ্গালুরুর কলেজে ফিরে যাওয়ার কথা ছিল ওই পড়ুয়ার। তার জন্য ট্রেনের টিকিটও অগ্রিম কাটা হয়েছিল। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাড়িতেই ছিলেন সায়নী। শুক্রবার সকালে পরিবারের এক সদস্যের নজরে আসে বিষয়টি। ছেঁড়া কাপড়ে ফাঁস লাগানো অবস্থায় ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।

তবে মাত্র ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই দুই নার্সিং পড়ুয়ার রহস্যজনক মৃত্যু হওয়ায় শোকের ছায়া রায়গঞ্জ শহরে। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে লিটন নার্সিং হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনিও রায়গঞ্জের বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

 

 

 

 

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version