Sunday, August 24, 2025

তথ্যের হেরফের, ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের লিপস অ্যান্ড বাউন্ডসের

Date:

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশিতে এবার নয়া মোড়। কেন্দ্রীয় এজেন্সি ইডির বিরুদ্ধে এবার লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করল লিপস অ্যান্ড বাউন্ডস কর্তৃপক্ষ। অভিযোগ, তল্লাশি চলাকালীন কোম্পানির কর্মীদের অজ্ঞাতসারে, বেআইনিভাবে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেছেন ইডির অফিসাররা। যার সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ বেআইনিভাবে কম্পিউটার থেকে তথ্যের হেরফের করায় ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সংস্থার হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়।

গত সোম ও মঙ্গলবার সুজয় কৃষ্ণ ভদ্রর সংস্থায় লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে টানা ১৮ ঘন্টা তল্লাশি চালিয়েছে ইডি-র গোয়েন্দারা। ইডির দাবি ওই তল্লাশিতে মিলেছে ১ হাজার পাতার নথি, লেজার বুক, ডিজিটাল নথি ও হার্ড ডিস্ক। ইডি সূত্রে খবর, হার্ড ডিস্কে একাধিক কোম্পানির নাম মিলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস এই কোম্পানিগুলির ‘কনসালটেন্সি ফার্ম’ হিসেবে কাজ করত। সংস্থার অভিযোগ, ওই তল্লাশির সময়ই সংস্থার একটি কম্পিউটারে ১৬টি মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করেন ইডি আধিকারিকরা। সংস্থার কর্মী চন্দনের অভিযোগ, ২১ অগস্ট তল্লাশির সময় ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়েছিলেন ইডির আধিকারিকেরা। সে সময়ই কিছু ফাইল তাঁরা ডাউনলোড করে নেন। সেদিন বিষয়টি কোনওভাবেই খোলসা করেনি কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এদিন বিষয়টি জানাজানি হয়। এরপরই শুক্রবার ইডির বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’। অভিযোগ করা হয়েছে, বেআইনিভাবে কম্পিউটার থেকে তথ্যের হেরফের করা হয়েছে ইডির তরফে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version