Tuesday, August 26, 2025

ব়্যা.গিং রাখতে নয়া উদ্যোগ রাজ্যের, জেলায় জেলায় চালু ‘ প্রিভেনশন সেল’ !

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনায় কার্যত উত্তাল বাংলা। বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এর মাঝেই লালবাজারে (Lalbazar)তরফে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, ব়্যাগিং আটকাতে তৎপর রাজ্য সরকার (Government of West Bengal)।এবার জেলায় জেলায় ‘ব়্যাগিং প্রিভেনশন সেল’ (Ragging Prevention Cell) চালু করা হল। সূত্রের খবর প্রতি জেলায় অতিরিক্ত জেলাশাসক এডুকেশন, অতিরিক্ত পুলিশ সুপার ও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এই সেলের দায়িত্বে থাকবেন। কোন রকমের অভিযোগ পেলে অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যাচ্ছে কোন প্রতিষ্ঠান থেকে এই সংক্রান্ত অভিযোগ এলে সে ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন পদক্ষেপ করেছে সেটা ২৪ ঘন্টার মধ্যে এই সেলকে জানাতে হবে। কলকাতার ক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতরের স্পেশাল সেক্রেটারি এই ব়্যাগিং প্রিভেনশন সেলের নেতৃত্ব দেবেন। কলকাতা পুলিশের অধীনে ব়্যাগিং নিয়ে যে অভিযোগগুলি আসবে সেই ক্ষেত্রে লোকাল থানার একজন অফিসার সেইসময় ঘটনাস্থলে যাবেন এবং ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করে রিপোর্ট জমা দিতে হবে। এমনই নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দফতর।

অন্যদিকে ব়্যাগিং আটকাতে এবার মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রযুক্তিগত সাহায্য নিতে চান বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এই বিষয়ে হায়দরাবাদের ইসরোর অফিস ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের (National Remote Sensing Centre) সঙ্গে কথা হয়েছে বলেও খবর। ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়েও।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version