Wednesday, December 24, 2025

দেশের সংস্কৃতি, শিল্প এবং বৈচিত্র্যের মেলবন্ধনে এপ্রিলে ব্রিটেনের বুকে ‘লন্ডন মহোৎসব’

Date:

Share post:

বিদেশের মাটিতে প্রবাসীরা সুযোগ পেলেই খুঁজে ফেরেন দেশের গন্ধ। এবারই প্রথম ‘লন্ডন মহোৎসব’ অনুষ্ঠিত হবে ব্রিটেনে । এ দেশের সংস্কৃতি, শিল্প এবং বৈচিত্র্যকে তুলে ধরা হবে প্রবাসীদের কাছে। আগামী ২০-২১ এপ্রিল, লন্ডনের বুকে বিখ্যাত সত্তাভিস পাতিদার সেন্টারে  দু’ দিন ধরে সুর ছড়াবে ভারতীয় ঐতিহ্য।

এই ‘লন্ডন মহোৎসব’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঋতুপর্ণা সেনগুপ্ত।  শুক্রবার ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাবে ‘লন্ডন মহোৎসব-২০২৪’-এর উদ্যোক্তারা জানালেন তাঁদের পরিকল্পনার কথা। বললেন শুধুমাত্র ভারতীয় সংস্কৃতি তুলে ধরাই নয়, লক্ষ্য এর মাধ্যমে বাণিজ্যের ভীতকেও আরও সুদৃঢ় করা।

এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সুরকার, সঙ্গীতশিল্পী জয় সরকার, লোপামুদ্রা মিত্র, প্রণব চন্দ্র সহ বিশিষ্টরা।এ দেশের সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, চলচ্চিত্র ফ্যাশন এবং ব্যবসার একাধিক দিক নিয়ে আলোচনা হবে। আনন্দ উৎসবে মেতে উঠবেন সবাই। উপস্থিত থাকবেন ভারত, বাংলাদেশ এবং লন্ডনের বহু বিশিষ্ট ব্যক্তি। তবে এই লন্ডন মহোৎসব শুধুমাত্র সাংস্কৃতিক আদানপ্রদান নয়, ব্যবসায়িক যৌথ উদ্যোগের একটি জায়গা হয়ে উঠবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।

একাধিক আইটি কোম্পানি আমন্ত্রিত থাকবে সেখানে। থাকবে বিজনেস কনক্লেভ। ভারত থেকে যারা ব্রিটেনে গিয়ে ব্যবসার কথা ভাবছেন, তাঁদের কাছে খুলে যাবে এক নতুন দরজা। লন্ডন মহোৎসবে উপস্থিত সকলের সামনে থাকবে ভারতীয় খাবার, পোশাক, গয়না এবং বইয়ের সম্ভার। প্রবাসী বাঙালিদের হাতে তুলে দেওয়া হবে ‘সেরা প্রবাসী বাঙালি পুরস্কার’।

এদিন লন্ডন মহোৎসব’-এর লোগো প্রকাশ করে শুভাপ্রসন্ন বলেন, ‘এটা একটা ইতিবাচক দিক। ভারতীয় সংস্কৃতির সঙ্গে প্রবাসীদের পরিচয় করিয়ে দেওয়ার এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। আমরা তো এগিয়ে যেতে চাই।’ ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘চন্দ্রযানের সাফল্যের পরই আজ এই খুশির খবর। লন্ডন আমাদের প্রিয় শহর। সবাই মিলে যাব। অনেক আনন্দ হইহুল্লোড় হবে নিজেদের সংস্কৃতিকে চিনবে প্রবাসীরা। দেশের সংস্কৃতিকে জানবে প্রবাসে থাকা নতুন প্রজন্ম’।

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...