Saturday, August 23, 2025

একটাই মাথা। কিন্তু দুটো মুখ।চোখও চারটে। শুনলে গল্প মনে হলেও এরকমই একটি গৃহপালিত পশুর দেখা মিলল কাটোয়ায়। সদ্যোজাত এই ‘গল্পের বাছুর’কে দেখতে কাটোয়ার মূলগ্রামের মাঠপাড়ায় সোমনাথ মাঝির বাড়িতে উপচে পড়া ভিড়।

আরও পড়ুনঃ নেই ১০০দিনের কাজ, বাড়ছে পরিযায়ী শ্রমিক! করমণ্ডল দুর্ঘটনার পরই সামনে এসেছিল কঠিন সত্যি
স্ত্রী, দুই ছেলের পাশাপাশি সোমনাথবাবুর সংসারে রয়েছে একটি গাই গরু। সম্প্রতি সেই গাই গরু জন্ম দিয়েছে একটি বাছুর। দিব্যি দুই মুখ দিয়ে মাতৃদুগ্ধও খাচ্ছে সে। আশ্চর্যজনক বাছুরের কথা মুখে মুখে চাউড় হতেই বাড়ছে মানুষের ভিড়। দূরদূরান্ত থেকে  বাছুর দেখতে সোমনাথের বাড়িতে (katwa) হাজির হচ্ছেন কৌতূহলী মানুষ।
গ্রামবাসীদের কথায়, গ্রামে এই ধরনের বাছুর ‘গল্পের বই’ ছাড়া আর কোথাও দেখা যায়নি। তাই এই ‘গল্পের বাছুরের’ অস্তিত্বকে খুঁজে পেতে গ্রামবাসীদের মধ্যে কৌতূহল বাড়ছে। তাঁদের কথায়, শুনেছি এই ধরনের বাছুর কয়েক ঘণ্টার বেশি বাঁচে না। বাছুরটি জন্ম নেওয়ার সময় দু’জন পশু চিকিৎসককে ডেকেছিলেন সোমনাথবাবু। তিনি বলেন, “ওঁরা অনেক কষ্টে বাছুরটিকে বের করেন। তখনই বলে গিয়েছেন, এই ধরনের বাছুর বেশিক্ষণ বাঁচবে না।”
কীভাবে এমন বাছুর জন্মালো তা নিয়েই আলোচনায় মশগুল গ্রামবাসীরা। কাটোয়া- ২ ব্লকের বিএলডিও ডাঃ জয়কিঙ্কর মান্না অবশ্য বলছেন, বিরল ঘটনা। তবে গড়ে এক হাজারের মধ্যে এরকম এক আধটা ঘটনা ঘটে। তাঁর কথায়, “জেনেটিক ডিসঅর্ডারের কারণে গর্ভধারনের প্রাথমিক পর্যায়ে ভ্রুণ অবস্থাতে ভ্রুণের আংশিক বিভাজন হয়ে গিয়ে এ ধরনের ঘটনা ঘটে। তবে বাইসেফালিক বা পলিসেফালিক বা দুমাথার বাছুর সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েকদিন বাঁচে। অতীতে এরাজ্যে এমন বাছুরকে ৪০ দিন পর্যন্ত বাঁচতে দেখা গিয়েছে।”

 

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version