Monday, August 25, 2025

একটাই মাথা। কিন্তু দুটো মুখ।চোখও চারটে। শুনলে গল্প মনে হলেও এরকমই একটি গৃহপালিত পশুর দেখা মিলল কাটোয়ায়। সদ্যোজাত এই ‘গল্পের বাছুর’কে দেখতে কাটোয়ার মূলগ্রামের মাঠপাড়ায় সোমনাথ মাঝির বাড়িতে উপচে পড়া ভিড়।

আরও পড়ুনঃ নেই ১০০দিনের কাজ, বাড়ছে পরিযায়ী শ্রমিক! করমণ্ডল দুর্ঘটনার পরই সামনে এসেছিল কঠিন সত্যি
স্ত্রী, দুই ছেলের পাশাপাশি সোমনাথবাবুর সংসারে রয়েছে একটি গাই গরু। সম্প্রতি সেই গাই গরু জন্ম দিয়েছে একটি বাছুর। দিব্যি দুই মুখ দিয়ে মাতৃদুগ্ধও খাচ্ছে সে। আশ্চর্যজনক বাছুরের কথা মুখে মুখে চাউড় হতেই বাড়ছে মানুষের ভিড়। দূরদূরান্ত থেকে  বাছুর দেখতে সোমনাথের বাড়িতে (katwa) হাজির হচ্ছেন কৌতূহলী মানুষ।
গ্রামবাসীদের কথায়, গ্রামে এই ধরনের বাছুর ‘গল্পের বই’ ছাড়া আর কোথাও দেখা যায়নি। তাই এই ‘গল্পের বাছুরের’ অস্তিত্বকে খুঁজে পেতে গ্রামবাসীদের মধ্যে কৌতূহল বাড়ছে। তাঁদের কথায়, শুনেছি এই ধরনের বাছুর কয়েক ঘণ্টার বেশি বাঁচে না। বাছুরটি জন্ম নেওয়ার সময় দু’জন পশু চিকিৎসককে ডেকেছিলেন সোমনাথবাবু। তিনি বলেন, “ওঁরা অনেক কষ্টে বাছুরটিকে বের করেন। তখনই বলে গিয়েছেন, এই ধরনের বাছুর বেশিক্ষণ বাঁচবে না।”
কীভাবে এমন বাছুর জন্মালো তা নিয়েই আলোচনায় মশগুল গ্রামবাসীরা। কাটোয়া- ২ ব্লকের বিএলডিও ডাঃ জয়কিঙ্কর মান্না অবশ্য বলছেন, বিরল ঘটনা। তবে গড়ে এক হাজারের মধ্যে এরকম এক আধটা ঘটনা ঘটে। তাঁর কথায়, “জেনেটিক ডিসঅর্ডারের কারণে গর্ভধারনের প্রাথমিক পর্যায়ে ভ্রুণ অবস্থাতে ভ্রুণের আংশিক বিভাজন হয়ে গিয়ে এ ধরনের ঘটনা ঘটে। তবে বাইসেফালিক বা পলিসেফালিক বা দুমাথার বাছুর সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েকদিন বাঁচে। অতীতে এরাজ্যে এমন বাছুরকে ৪০ দিন পর্যন্ত বাঁচতে দেখা গিয়েছে।”

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version