Saturday, May 3, 2025

বড়সড় দুর্ঘটনা এড়াল ভিস্তাডোম (Vistadome) ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। জানা গিয়েছে, শুক্রবার আচমকাই কাপলিং (Coupling) খুলে যায় ট্রেনটির। এর জেরেই ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে বেশ খানিকটা এগিয়ে যায়। এদিন শিলিগুড়ি সংলগ্ন গুলমা স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। যার জেরে আচমকা গতি কমে লাইনে দাঁড়িয়ে পড়ে ভিস্তাডোম। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

শুক্রবার সকালে এনজেপি স্টেশন (NJP) থেকে আলিপুরদুয়ারের (Aliporeduar) উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কিন্তু সকাল ৮.৫০ মিনিট নাগাদ ১৪/৬ রেলওয়ে পিলারের কাছে কাপলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ট্রেনটি। ভিস্তাডোমে থাকা যাত্রীরা জানাচ্ছেন, শিলিগুড়ি সংলগ্ন গুলমা স্টেশন ছাড়িয়ে কিছু দূর এগোতেই হ্যাঁচকা টানের পর কমে যায় ট্রেনের গতি। এরপর আচমকা ট্রেন থেমে যাওয়ায় আশঙ্কা তৈরি হয় যাত্রীদের মনে। বিষয়টি নজরে আসতেই ব্যাপক আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা।

পরে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন ও ভিস্তাডোমের মাঝের অংশ পরীক্ষা করে দেখে কাপলিংয়ের অংশটি দুর্বল হয়ে ছিঁড়ে গিয়েছে। আর সেকারণেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে মাঝ পথে থমকে পড়ে ট্রেনের বাকি বগি। তবে রেল সূত্রে খবর, এদিন ট্রেনটি দ্রুতগতিতে থাকায় বগি বেলাইন হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। অন্যদিকে, ৮টা ৫০ মিনিট নাগাদ ঘটনা ঘটার পর সাড়ে ৯টা নাগাদ অর্থাৎ প্রায় আধ ঘণ্টা বাদে ট্রেনটি ছাড়ে গুলমা থেকে। কাপলিং ঠিক করে ফের ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন রওনা হয় আলিপুরদুয়ারের উদ্দেশে।

 

 

 

 

Related articles

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...
Exit mobile version