Sunday, November 9, 2025

বড়সড় দুর্ঘটনা এড়াল ভিস্তাডোম (Vistadome) ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। জানা গিয়েছে, শুক্রবার আচমকাই কাপলিং (Coupling) খুলে যায় ট্রেনটির। এর জেরেই ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে বেশ খানিকটা এগিয়ে যায়। এদিন শিলিগুড়ি সংলগ্ন গুলমা স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। যার জেরে আচমকা গতি কমে লাইনে দাঁড়িয়ে পড়ে ভিস্তাডোম। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

শুক্রবার সকালে এনজেপি স্টেশন (NJP) থেকে আলিপুরদুয়ারের (Aliporeduar) উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কিন্তু সকাল ৮.৫০ মিনিট নাগাদ ১৪/৬ রেলওয়ে পিলারের কাছে কাপলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ট্রেনটি। ভিস্তাডোমে থাকা যাত্রীরা জানাচ্ছেন, শিলিগুড়ি সংলগ্ন গুলমা স্টেশন ছাড়িয়ে কিছু দূর এগোতেই হ্যাঁচকা টানের পর কমে যায় ট্রেনের গতি। এরপর আচমকা ট্রেন থেমে যাওয়ায় আশঙ্কা তৈরি হয় যাত্রীদের মনে। বিষয়টি নজরে আসতেই ব্যাপক আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা।

পরে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন ও ভিস্তাডোমের মাঝের অংশ পরীক্ষা করে দেখে কাপলিংয়ের অংশটি দুর্বল হয়ে ছিঁড়ে গিয়েছে। আর সেকারণেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে মাঝ পথে থমকে পড়ে ট্রেনের বাকি বগি। তবে রেল সূত্রে খবর, এদিন ট্রেনটি দ্রুতগতিতে থাকায় বগি বেলাইন হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। অন্যদিকে, ৮টা ৫০ মিনিট নাগাদ ঘটনা ঘটার পর সাড়ে ৯টা নাগাদ অর্থাৎ প্রায় আধ ঘণ্টা বাদে ট্রেনটি ছাড়ে গুলমা থেকে। কাপলিং ঠিক করে ফের ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন রওনা হয় আলিপুরদুয়ারের উদ্দেশে।

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version