Sunday, November 2, 2025

তৃণমূলের অঞ্চল সভাপতিকে খু.নের জের! CID-র জালে মূল চক্রী ফটিক-সহ ১  

Date:

তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতি ঝাড়েশ্বর সাঁতরা (Jhareshwar Santra) ওরফে মৃত্যুঞ্জয়ের খুনের ঘটনায় মূল অভিযুক্ত ফটিক পাহাড়িকে (Fatik Pahari) গ্রেফতার করল সিআইডি (CID)। ফটিক ছাড়াও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বেশ কয়েকদিন ধরেই মোবাইল বন্ধ রেখে পালিয়ে বেরাচ্ছিল ফটিক। শুক্রবার গভীর রাতে দিঘা (Digha) থেকে তাকে গ্রেফতার করে সিআইডি-র তদন্তকারী দল। পরে তাকে খড়গপুর (Kharagpur) নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে খবর, গত ১০ অগাস্ট কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। পরে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেন সমিতির ১৫ জন তৃণমূল সদস্য। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে খুন হয়েছিলেন মৃত্যুঞ্জয়। কেশিয়াড়ির ডাডরা গ্রামের এই বাসিন্দা দলীয় বৈঠকে যোগ দিতে নছিপুরে গিয়েছিলেন। রাতে বাইকে করে ফিরছিলেন তিনি। আচমকাই ভসরাঘাটে ঢোকার সময়ে তাঁর উপর চড়াও হয় সশস্ত্র দুষ্কৃতী দল। তাঁকে লক্ষ্য করে তির ছোঁড়া হয় বলে অভিযোগ। পায়ে তির লাগায় বাইক থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন তিনি। এরপর মাথায় ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। এমনকি চোখ উপড়ে নেওয়ারও অভিযোগ ওঠে। খুনের পর রাস্তার ধারে দেহ ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এরপরই বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। তবে ঘটনার তদন্তে শুরুতে পুলিশ তদন্তে নামলেও পরে তদন্তভার সিআইডি-র হাতে যায়। এদিকে শনিবারই ধৃতদের মেদিনীপুর আদালতে পেশ করা হয়।

 

 

 

 

 

 

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version