Wednesday, November 5, 2025

দেশে ফিরে ইসরোতে প্রধানমন্ত্রী, ২৩ অগাস্ট জাতীয় মহাকাশ দিবসের ঘোষণা মোদির!

Date:

Share post:

চাঁদের বুকে ইতিহাস তৈরি করেছে ভারত। বিক্রমের অবতরণের দিন দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO এর সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশে ফিরেই বেঙ্গালুরুতে ইসরোর(ISRO ) বিজ্ঞানীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে বিমানবন্দরের বাইরে ছিল সাধারণ মানুষের ভিড়। তাঁদের উদ্দেশে কথা বলার সময় ‘জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’ স্লোগান শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। পাশাপাশি এই দিন চন্দ্রযানের মাটি ছোঁয়ার মুহূর্তকে স্মরণ করে দেশে ন্যাশনাল স্পেস ডে – এর (National Space Day) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছেই টুইট করেন মোদি। লেখেন, ”ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার জন্য আমি উন্মুখ, যাঁরা দেশকে গর্বিত করেছেন।” এদিন ইসরোতে পৌঁছে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “একটা সময় ভারত তৃতীয় সারির দেশ হিসেবে গণ্য হত। সেখান থেকে বেরিয়ে আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ। ট্রেন থেকে প্রযুক্তি, সব ক্ষেত্রেই ভারত আজ প্রথম সারিতে। আজ আপনারা মেক ইন ইন্ডিয়াকে চাঁদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন।” কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ISRO যেভাবে সাহায্য করে, সে কথা উল্লেখ করে বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আজ, চাঁদে বিক্রমের ল্যান্ডিং পয়েন্টের নামকরণও করেন। চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম এখন থেকে ‘শিবশক্তি’। ২৩ অগাস্টকে এবার থেকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালনের কথা জানান তিনি। ইসরোর ‘টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্স’ থেকে এদিন মোদি জানান, যে জায়গায় চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম নেমেছিল তার নাম ‘শিবশক্তি’ রাখা হয়েছে। চন্দ্রযান-২-এর ল্যান্ডার যেখানে আছড়ে পড়েছিল সেই জায়গার নাম ‘তিরঙ্গা পয়েন্ট’।

এদিন মহাকাশ গবেষণা নিয়ে কেন্দ্রের একগুচ্ছ প্রকল্পের কথাও শোনা যায় প্রধানমন্ত্রী মুখে। নেক্সট জেনারেশন কম্পিউটার বানানোর কথা বললেন মোদি। পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে চন্দ্রযান নিয়ে বড় কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে কেন্দ্র। দেশের পড়ুয়াদের তাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।

 

spot_img

Related articles

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে...

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...