ভারত গৌরব টুরিস্ট এক্সপ্রেসে আ.গুন, মৃ.ত ৯

LPG সিলিন্ডার ফেটে দূরপাল্লার ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Accident in Train)। আজ ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ মাদুরাই স্টেশনে ভারত গৌরব টুরিস্ট এক্সপ্রেসে (Bharat Gaurav Tourist Express)আগুন লাগে। ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এখনও পর্যন্ত জখম অন্তত ২৫। সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল সূত্রে খবর প্রাইভেট পার্টির জন্য লখনৌ থেকে একটি কামরা ভাড়া করেন যাত্রীরা । ভোর তিনটের কিছু সময় পরে ট্রেন ছাড়ে এবং পাঁচটা পনেরো নাগাদ মাদুরাই স্টেশনে পৌঁছতেই আচমকাই বিস্ফোরণ হয়।সিলিন্ডার ফেটে আগুন বলেই দাবি সার্দান রেলওয়ের। ট্রেনে বেআইনি ভাবে দাহ্য পদার্থ নিয়ে কীভাবে সফর তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছেন।

 

Previous articleচাঁদের মাটিতে গুটি গুটি পায়ে কতদূর এগোল রোভার ‘প্রজ্ঞান’, আপডেট দিল ISRO!
Next articleদেশে ফিরে ইসরোতে প্রধানমন্ত্রী, ২৩ অগাস্ট জাতীয় মহাকাশ দিবসের ঘোষণা মোদির!