Monday, November 10, 2025

খোদ বিজেপি সাংসদের বাড়িতে ম.র্মান্তিক পরিণতি ১০ বছরের কিশোরের! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

অসমের (Assam) বিজেপি সাংসদের (BJP MP) বাড়ি থেকে এবার উদ্ধার হল ১০ বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতার পরিচারিকার ছেলে ওই কিশোর। শনিবার ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তবে ১০ বছরের কিশোরের মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনার তদন্ত নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ১০ বছরের ওই কিশোর আত্মহত্যা করেছে। অসমের শিলচরের সাংসদ রাজদীপ রায়ের (Rajdeep Roy) বাড়ি থেকে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরের মা ওই বিজেপি নেতার বাড়িতে বিগত আড়াই বছর ধরে কর্মরত। অসমের ঢোলাই এলাকার বাসিন্দা তাঁরা। তবে আচমকা এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি বিজেপি নেতার দিকেও অভিযোগের আঙুল তুলছেন স্থানীয়রা।

বিজেপি সাংসদ জানান, পরিচারিকার দুই সন্তান রয়েছে। ১০ বছরের ওই কিশোর পঞ্চম শ্রেণিতে পড়ত। তাঁর দিদি অষ্টম শ্রেণিতে পড়ে। তিনি নিজেই ওই কিশোরকে স্কুলে ভর্তি করেছিলেন। ওই কিশোরের ব্যবহারও খুব ভাল ছিল। বিজেপি নেতার বাড়ির ফার্স্ট ফ্লোরেই পরিচারিকা তাঁর পরিবারকে নিয়ে থাকত। রাজদীপ রায় জানান, শনিবার বিজেপি সাংসদ কাজের সূত্রে পার্টি অফিসে ছিলেন। কিছুক্ষণ পরই তাঁর বাড়ি থেকে হঠাৎ ফোন আসে। বাড়িতে জরুরি পরিস্থিতির কারণে দ্রুত তাঁকে বাড়ি আসতে বলা হয়। এরপরই তিনি বাড়ি গিয়ে দেখেন পরিচারিকার ছেলের দেহ সিলিং ফ্যান থেকে ঝুলছে। তবে ওই কিশোরকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে, পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তবে মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভিডিও গেম খেলার জন্য মোবাইল চেয়েছিল ওই কিশোর। আর তা না দেওয়া মায়ের সঙ্গে রাগারাগি হয়। সম্ভবত সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় কিশোর।

 

 

 

 

 

Related articles

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...
Exit mobile version